আমরিকাণ্ডে ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ

আমরিকাণ্ডে বৃহস্পতিবার আদালতে ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। তাঁদের বিরুদ্ধে ধৃতদের বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগের পাশাপাশি দমকলবিধি না মানা-সহ একাধিক অভিযোগ আনা হযেছে।

Updated By: Mar 1, 2012, 03:03 PM IST

আমরিকাণ্ডে বৃহস্পতিবার আদালতে ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। তাঁদের বিরুদ্ধে ধৃতদের বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগের পাশাপাশি দমকলবিধি না মানা-সহ একাধিক অভিযোগ আনা হযেছে। বর্তমানে ড. মনি ছেত্রী-সহ এই মামলায় ৩ জন জামিনে মুক্ত রয়েছেন। হাসপাতাল পরিচালন সমিতির অন্যতম সদস্যা প্রীতি সুরেখা ফেরার।
গত ৯ ডিসেম্বর ঢাকুরিয়ায় আমরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৯৪ জন৷ পুলিস ও দমকল বিভাগের তরফে জানান হয়স, বেসমেন্টের দাহ্য পদার্থ থেকে আগুন লাগে আমরিতে। হাসপাতালে বন্ধ ছিল স্মোক অ্যালার্মও। প্রাথমিক তদন্তের পর পুলিস জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই আমরির অগ্নিকাণ্ডে মৃতের তালিকা দীর্ঘতর হয়।

.