বাজেটে বরাদ্দ টাকা খরচই করতে পারে না মুখ্যমন্ত্রীর দফতর

২০১২-১৩ আর্থিক বছরে একাধিক সরকারি দফতরই খরচ করে উঠতে পারেনি বাজেট বরাদ্দ টাকা। তালিকায় শীর্ষে রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে থাকা বেশ কয়েকটি দফতরও। তবে অর্থমন্ত্রীর দাবি, চরম সঙ্কটেও বরাদ্দে কোনও কসুর করেনি তাঁর দফতর। তা সত্ত্বেও কেন এই দফতরগুলি বরাদ্দ বাজেট খরচ করতে পারলো না, সেবিষয়ে এবার কৈফিয়ত্‍ তলব করেছে অর্থ দফতর।  

Updated By: Mar 12, 2013, 06:09 PM IST

২০১২-১৩ আর্থিক বছরে একাধিক সরকারি দফতরই খরচ করে উঠতে পারেনি বাজেট বরাদ্দ টাকা। তালিকায় শীর্ষে রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে থাকা বেশ কয়েকটি দফতরও। তবে অর্থমন্ত্রীর দাবি, চরম সঙ্কটেও বরাদ্দে কোনও কসুর করেনি তাঁর দফতর। তা সত্ত্বেও কেন এই দফতরগুলি বরাদ্দ বাজেট খরচ করতে পারলো না, সেবিষয়ে এবার কৈফিয়ত্‍ তলব করেছে অর্থ দফতর।
 
মুখ্যমন্ত্রীর দাবি ৯৯ শতাংশ কাজ শেষ। 
কিন্তু সরকারের কাজের রিপোর্ট কার্ড বলছে অন্য কথা। তথ্য বলছে, ২০১২-১৩ আর্থিক বছরে অধিকাংশ দফতরই খরচ করতে পারেনি তাদের বাজেট বরাদ্দের টাকা। আর সেই তালিকায় শীর্ষে রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে থাকা একাধিক দফতরও। একনজরে দেখে নেওয়া যাক সেই খতিয়ান।
 
স্বাস্থ্য দফতর--
বাজেট বরাদ্দ ছিল ১ হাজার ৪৯ কোটি টাকা। খরচ হয়েছে মাত্র ৮০৪ কোটি টাকা।
 
তথ্য সম্প্রচার দফতর--  বরাদ্দ ছিল ১১০ কোটি টাকা। খরচ হয়েছে ১০০ কোটি টাকা।
 
সংখ্যালঘু উন্নয়ন দফতর-- বরাদ্দ ছিল ৫৭০ কোটি টাকা। খরচ হয়েছে ৫৪৯ কোটি টাকা।
 
 
ভূমি ও ভূমি রাজস্ব দফতর-- বরাদ্দ করা হয়েছিল ৭৫ কোটি টাকা।  খরচ হয়েছে ৫৬ কোটি টাকা।
 
স্বরাষ্ট দফতর-- বরাদ্দ ছিল ১৪৩ কোটি টাকা। খরচ করা হয়েছে ১৪১ কোটি টাকা।
 
মুখ্যমন্ত্রীর হাতে থাকা পার্বত্য বিষয়ক দফতরেই একমাত্র খরচ করেছে বরাদ্দ বাজেটের থেকে বাড়তি টাকা।  বরাদ্দ ছিল ১১৮ কোটি টাকা। খরচ হয়েছে ২১৪ কোটি টাকা।
 
তবে শুধুই মুখ্যমন্ত্রীর দফতর নয়। আরও বেশ কিছু দফতরেই খরচ হয়নি বাজেটে প্রাপ্ত টাকা।
  

সেচ দফতর-- ধার্য করা হয়েছিল ১ হাজার ৫৬৮ কোটি টাকা। খরচ হয়েছে মাত্র ৯০৩ কোটি টাকা।
 
পরিবহণ দফতর-- ৩৭৫ কোটি টাকা বরাদ্দ হলেও খরচ হয়েছে ২১০ কোটি টাকা। 
 
শিল্প দফতর--
বরাদ্দ ছিল ৮৬৭ কোটি টাকা। খরচ হয়েছে ৮২৩ কোটি টাকা।
 
 
তবে বাজেট বরাদ্দকে ছাপিয়ে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে পঞ্চায়েত দফতর। ২৭১৬
কোটি টাকা বাজেট বরাদ্দ থাকলেও এই দফতরে খরচ হয়েছে  ৩৯৪৫ কোটি টাকা।
 
স্কুল শিক্ষা দফতরের ক্ষেত্রেও ২০১৩ কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল। খরচ হয়েছে
২৮৮৮ কোটি টাকা। 

.