অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ, উত্তেজনা এনআরএস হাসপাতালে

বুধবার ঠাণ্ডা লেগে যায় বছর আটের স্নেহা সরকারের। বৃহস্পতিবার দেখা যায় চোখমুখ ফুলে গিয়েছে স্নেহার। সঙ্গে শ্বাসকষ্ট। এদিনই তাকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়

Updated By: Feb 9, 2019, 09:25 AM IST
অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ, উত্তেজনা এনআরএস হাসপাতালে

নিজস্ব প্রতিবেদন: গুরুতর অভিযোগ এনআরএস হাসপাতালের বিরুদ্ধে। এনিয়ে এন্টালি থানায় অভিযোগ করল শিশুটির পরিবারের লোকজন। মৃত শিশুটি বেলেঘাটার বাসীন্দা।

আরও পড়ুন-১৫ মিনিটেই বাইপাস থেকে পিটিএস, খুলে গেল মা-এজেসি বোস রোড সেতুর সংযোগকারী অংশ   

বুধবার ঠাণ্ডা লেগে যায় বছর আটের স্নেহা সরকারের। বৃহস্পতিবার দেখা যায় চোখমুখ ফুলে গিয়েছে স্নেহার। সঙ্গে শ্বাসকষ্ট। এদিনই তাকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে এসে বারবার শ্বাসকষ্টের কথা বলতে থাকে স্নেহা।

শিশুটির পরিবারের অভিযোগ, হাসপাতালে স্নেহাকে প্রথমে অক্সিজেন দেওয়া হলেও পরে চিকিত্সক এসে তা খুলে দেন। পরিবারের লোকজনের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয়। বিকালে ভিডিটিং আওয়ারের সময়ে স্নেহার কোনও সমস্যা নেই বলে জানান। এরপর রাত পৌনে নটা নাগাদ জানানো হয়, স্নেহার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-লোকসভা ভোটের মুখে মাইনে বাড়ল রাজ্যের অস্থায়ী কর্মীদের

স্নেহার বাবা সংবাদমাধ্যমে জানান, ‘শুক্রবার ছটা নাগাদ চিকিত্সক রাউন্ডে আসেন। সে সময় চিকিত্সককে আমরা বলি, ম্যাডাম ওর শ্বাসকষ্ট হচ্ছে। বুকে ব্যাথা করছে। ওই কথা শুনে চিকিত্সক স্টেথো দিয়ে দেখেন। বলেন, কিছু হয়নি। ওর ম্যানিয়া এটা। নটা বাজতে যখন দশ মিনিট বাকী তখন বলছে আপনার মেয়ে মারা গিয়েছে। গিয়ে দেখি ওর নাকমুখ দিয়ে রক্ত বেরিয়েছে। জিভ নীল হয়ে গিয়েছে। একেবারে চিকিত্সকদের গাফিলতিতেই আমার মেয়েটা মারা গেল। বিনা অক্সিজেনে মারা গেল।‘    

 

.