১৫ মিনিটেই বাইপাস থেকে পিটিএস, খুলে গেল মা-এজেসি বোস রোড সেতুর সংযোগকারী অংশ
Feb 08, 2019, 23:21 PM IST
1/5
কমলিকা সেনগুপ্ত: খুলে গেল মা উড়ালপুলের সঙ্গে এজেসি বোস রোড সেতুর সংযোগকারী অংশ। শুক্রবার সন্ধেয় বর্ধিত অংশটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2/5
সেতুর এই অংশটি খুলে যাওয়ায় সেভেন পয়েন্ট ক্রসিংয়ে যানজট কমবে বলে মনে করা হচ্ছে। বাইপাস থেকে মাত্র ১৫ মিনিটেই পিটিএস পৌঁছে যাবেন শহরবাসী।
photos
TRENDING NOW
3/5
মা উড়ালপুলের উদ্বোধনের পরই সেভেন পয়েন্ট ক্রসিংয়ে যানজট বেড়ে গিয়েছিল। বর্তমানে সেতুতে ওঠার ব্যবস্থা বন্ধ। মা উড়ালপুলে উঠতে গেলে পিটিএসে এজেসি বোস রোড ফ্লাইওভার ধরতে হয়।
4/5
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উড়ালপুলের একটি অংশকে বালিগঞ্জে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। সমীক্ষা করছে রাইটস।
5/5
মনে করা হচ্ছে, আগামিদিনে পার্কসার্কাস থেকে মা উড়ালপুলে ওঠার রাস্তা খুলে দেওয়া হতে পারে।