সিবিআই আধিকারিকের স্ত্রীর আর্থিক লেনদেন নিয়ে তদন্তে কলকাতা পুলিস

শুক্রবার দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত তল্লাশি চালানো হয়। তল্লাশি চালায় কলকাতা পুলিশের ২০-২২ জন আধিকারিকের একটি দল।

Updated By: Feb 9, 2019, 08:37 AM IST
সিবিআই আধিকারিকের স্ত্রীর আর্থিক লেনদেন নিয়ে তদন্তে কলকাতা পুলিস

নিজস্ব প্রতিবেদন: আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলায় এবার নাম জড়িয়ে গেল সিবিআই-এর এক আধিকারিকের স্ত্রীর। অভিযোগ, সিবিআই-এর আধিকারিক এম নাগেশ্বর রাও-এর স্ত্রী মান্নেম সান্ধেয়া ওই আর্থিক লেনদেনের ঘটনায় জড়িত।

শুক্রবার এই ঘটনায় কলকাতা শহরের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালাল পুলিস। কলকাতার ক্যানিং স্ট্রিটের কাছে ৫ ক্লাইভ রো-তে অবস্থিত একটি বহুতলের পাঁচ তলাতেও তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: জমি ও অর্থ দিয়েছে রাজ্য সরকার, উদ্বোধন করলেন ম্যাডিবাবু: মমতা

কলকাতা পুলিসের একটি সূত্র থেকে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত তল্লাশি চালানো হয়। তল্লাশি চালায় কলকাতা পুলিশের ২০-২২ জন আধিকারিকের একটি দল। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথি, পেন ড্রাইভ, বেশ কিছু সিডি ও হার্ড-ডিস্ক। অভিযোগ, প্রায় ১.৪ কোটি টাকা আর্থিক লেনদেন করেছেন তিনি।

পুলিসের ওই সূত্র থেকে জানা গিয়েছে, যে আর্থিক লেনদেনকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তাদের ১১ জন শেয়ার হোল্ডার রয়েছেন। তার মধ্যে একজন সিবিআই আধিকারিক এম নাগেশ্বর রাওয়ের স্ত্রী মান্নেম সান্ধেয়া।

যদিও এর আগে পুরো বিযয়টিই অস্বীকার করা হয়েছিল এম নাগেশ্বর রাও-এর তরফে। এই বিষয়ে একটি বিবৃতিও দিয়েছিলেন তিনি।

.