বিসি রায় হাসপাতালে ফের ৪টি শিশুর মৃত্যু
তদন্ত কমিটির ক্লিনচিট দেওয়ার ঘটনা নিয়ে প্রবল বিতর্কের মধ্যেই ফের শিশুমৃত্যুর ঘটনা ঘটল বিসি রায় শিশু হাসপাতালে।
তদন্ত কমিটির ক্লিনচিট দেওয়ার ঘটনা নিয়ে প্রবল বিতর্কের মধ্যেই ফের শিশুমৃত্যুর ঘটনা ঘটল বিসি রায় শিশু হাসপাতালে। বৃহস্পতিবার রাত থেকে আজ সকালের মধ্যে হাসপাতালে চারটি শিশুর মৃত্যু হয়েছে। এই শিশুগুলিকে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছেন। মঙ্গলবার রাত থেকে সতেরোটি শিশুর মৃত্যু হল বিসি রায় শিশু হাসপাতালে। গত জুন মাসে একুশটি শিশুর মৃত্যুর পর তদন্ত কমিটি গঠন করেছিল সরকার। সেই কমিটি ক্লিনচিট দিয়েছিল হাসপাতালকে। এবারও তেরোটি শিশুর মৃত্যুর পর ফের বিসি রায় হাসপাতাল কর্তৃপক্ষকে ক্লিনচিট দিয়েছে তদন্ত কমিটি। তিন সদস্যের এই তদন্ত কমিটিতে ছিলেন হাসপাতালেরই দুজন চিকিত্সক এবং একজন নার্স। ফলে এই তদন্ত কমিটি কী রিপোর্ট দিতে পারে, তা নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। দেখা গেল, সেই জল্পনাই সত্যি। এতগুলি শিশুর মৃত্যুর পরও ফের হাসপাতালের কোনও গাফিলতি খুঁজে পায়নি তদন্ত কমিটি। আরগাফলতিহীন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চলা বিসি রায় শিশু হাসপাতালে বিরাম নেই শিশুমৃত্যুরও।