অগ্নিকাণ্ডের জের, সিল করা হতে পারে ৪নং গার্স্টিন প্লেস
পুরসভা বিপজ্জনক বলে ঘোষণা করার পরও চার নম্বর গার্স্টিন প্লেসের বাড়ির বাসিন্দারা কীভাবে সেখানে রয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুরসভা বিপজ্জনক বলে ঘোষণা করার পরও চার নম্বর গার্স্টিন প্লেসের বাড়ির বাসিন্দারা কীভাবে সেখানে রয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। একশো বছরের পুরনো বাড়িটিকে বারো বছর আগেই অনেকদিন আগেই বিপজ্জনক বলে ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। কিন্তু, বাসিন্দাদের সেখান থেকে সরানোর কোনও প্রশাসনিক উদ্যোগ চোখে পড়েনি। শুধু পঁচিশ জন বাসিন্দাই নন। বাড়ির আনাচেকানাচে গজিয়ে ওঠা একের পর এক বেআইনী দাহ্য পদার্থে ঠাসা গুদামও পুরসভা ও দমকল বিভাগের খামতি সামনে এনেছে। পুর কর্তৃপক্ষের পাল্টা সাফাই, বিপজ্জনক তকমা দেওয়ার পরেও যদি কোনও বাড়িতে কেউ বসবাস করেন, তবে তা পুলিসের খতিয়ে দেখার কথা। এক্ষেত্রে পুরসভা কোনওভাবেই দায়ি নয়। অগ্নিদগ্ধ বাড়িতে আজ সকালে আগুন নেভার পর ঢোকে পুরসভার বিশেষ ডেমোলিশন টিম। অগ্নিদগ্ধ অংশ ভাঙার কাজ শুরু করে তারা। এই কাজ শেষ হলে, গোটা বাড়িটির সবকটি বিপজ্জনক অংশই ধাপে ধাপে ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে পুর কর্তৃপক্ষের। আপাতত বাড়িটি সিল করে দেবার ব্যাপারেও চিন্তাভাবনা চলছে।