ফের সামনে এল চিটফান্ড কেলেঙ্কারি , গীতাঞ্জলি উদ্যোগ লিমিটেডের বিরুদ্ধে সরব আমানতকারীরা

ফের চিটফান্ড সংস্থার বিরুদ্ধে সরব আমানতকারীরা। এ বার নিশানায় গীতাঞ্জলি উদ্যোগ লিমিটেড। শনিবার বেলেঘাটা মেন রোডে জোড়া মন্দিরের কাছে গীতাঞ্জলির দফতরে গিয়ে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান আমানতকারীরা।

Updated By: Mar 1, 2014, 05:59 PM IST

ফের চিটফান্ড সংস্থার বিরুদ্ধে সরব আমানতকারীরা। এ বার নিশানায় গীতাঞ্জলি উদ্যোগ লিমিটেড। শনিবার বেলেঘাটা মেন রোডে জোড়া মন্দিরের কাছে গীতাঞ্জলির দফতরে গিয়ে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান আমানতকারীরা।

ভাঙচুর করা হয় সংস্থার দফতর। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংস্থার মালিক সুতনু সরকারের খোঁজ পাওয়া যায়নি। গতবছর মে মাসে সারদার চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসার পর থেকেই একের পর এক চিটফান্ড সংস্থার ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ছে। এখনও কারাবাসে সারদার কর্ণধার সুদীপ্ত সেন। প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই তাঁকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

.