পথদুর্ঘটনায় উত্তাল চিৎপুর
পথদুর্ঘটনার জেরে উত্তাল হয়ে উঠল চিত্পুর এলাকা। রাত নটা নাগাদ দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ পথ অবরোধ করলেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বড়বাজারগামী লরিগুলো থেকে টাকা তোলে পুলিস। অভিযোগ, পুলিসের তোলার থেকে বাঁচতেই লরিগুলো বেপরোয়া।
কলকাতা: পথদুর্ঘটনার জেরে উত্তাল হয়ে উঠল চিত্পুর এলাকা। রাত নটা নাগাদ দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ পথ অবরোধ করলেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বড়বাজারগামী লরিগুলো থেকে টাকা তোলে পুলিস। অভিযোগ, পুলিসের তোলার থেকে বাঁচতেই লরিগুলো বেপরোয়া।
বাগবাজার উইমেনস কলেজের দিকে রাস্তা পার হচ্ছিলেন এক ভ্যানচালক। তখনই তাঁকে পিষে দিয়ে চলে যায় বড়বাজারগামী একটি বেপরোয়া লরি। আর এরপরই উত্তাল হয়ে ওঠে এলাকা। পরে ঘটনাস্থলে হাজির হন পুলিসের উচ্চপদস্থ কর্তারা। তাঁদের আশ্বাস প্রায় ঘণ্টা দুয়েক পর অবরোধ ওঠে।