উদ্বাস্তুদের বিরোধিতা করছে, বাঙালিবিরোধী তৃণমূল-সিপিএম-কংগ্রেস: দিলীপ
নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অসমে চলছে তুমুল বিক্ষোভ।
অঞ্জন রায়: সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করেছে সিপিএম-কংগ্রেস ও তৃণমূল। বুধবার রাজ্যসভায় citizenship amendment bill পাসের পর তিন দলকে বাঙালি বিরোধী বলে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়,''বাঙালি উদ্বাস্তুদের বিরোধিতা করছে সিপিএম, কংগ্রেস ও তৃণমূল। ইতিহাস কাউকে ক্ষমা করবে না।''
একটি ভিডিয়োবার্তায় দিলীপ ঘোষ বলেন,''অখণ্ড ভারতের জন্য আত্মত্যাগ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর চেষ্টায় কাশ্মীর ও বাংলার একাংশ ভারতের অন্তর্ভূক্ত হয়েছিল। হাজার হাজার হিন্দু পরিবার সব খুঁইয়ে চলে এসেছিল এপারে। তখন উদ্বাস্তু পরিবারগুলির পাশে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ। তাঁদের নাগরিকত্বের স্বপ্ন দেখেছিলেন। কয়েক প্রজন্মের স্বপ্ন সেই সফল হয়েছে।''
নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অসমে চলছে তুমুল বিক্ষোভ। সেই প্রসঙ্গ তুলে দিলীপবাবু বলেন, ''অসমে বাঙালির নাগরিকত্ব পাওয়ার বিরোধিতা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে উদ্বাস্তু বাঙালিদের বিরোধিতা করছে তৃণমূল। সিপিএম, কংগ্রেস, তৃণমূল বাঙালি বিরোধী। এদের আসল রূপ চিনে নিন। ইতিহাস কাউকে ক্ষমা করবে না।''
বলে রাখি, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিলের বিরোধিতা করেছে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস। তবে বিরোধী সত্ত্বেও বুধবার রাজ্যসভায় পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। বিলটি সিলেক্ট পাঠানোর দাবি তুলেছিল বিরোধীরা। কিন্তু ভোটাভুটিতে খারিজ হয়ে যায় তা। এরপর ১৪টি সংশোধনী প্রস্তাবও প্রত্যাখ্যাত হয় ভোটাভুটিতে। তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল বিলটির ভাগ্য। প্রায় ৮ ঘণ্টা বিতর্কের পর পাস হয় বিলটি। ভোটাভুটির সময় ২৪০ জন সাংসদের মধ্যে রাজ্যসভার অধিবেশনকক্ষে উপস্থিত ছিলেন ২৩০ জন। তার জেরে ম্যাজির ফিগার নেমে দাঁড়ায় ১১৬। বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি। বিপক্ষে ভোট দেন ১০৫ জন সাংসদ।
আরও পড়ুন- আপনি ভদ্রতা দেখাচ্ছেন, আমি স্পষ্ট করে বলছি, বাংলায় এনআরসি হবেই: অমিত