মন্ত্রী বনাম কো-অর্ডিনেটর, 'দুয়ারে সরকার' কর্মসূচির শুরুতেই অশান্তি কলকাতায়
চরম দুর্ভোগে পড়লেন স্থানীয় বাসিন্দারা।
![মন্ত্রী বনাম কো-অর্ডিনেটর, 'দুয়ারে সরকার' কর্মসূচির শুরুতেই অশান্তি কলকাতায় মন্ত্রী বনাম কো-অর্ডিনেটর, 'দুয়ারে সরকার' কর্মসূচির শুরুতেই অশান্তি কলকাতায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/04/293157-untitled-9.jpg)
নিজস্ব প্রতিবেদন: মন্ত্রী সাধন পাণ্ডে বনাম স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর। শাসক কোন্দলের জেরে 'দুয়ারে সরকার'-এর ক্যাম্প ভেস্তে গেল খাস কলকাতায়। ঘটনায় তুমুলু উত্তেজনা ছড়াল উল্টোডাঙায়। পুলিশি হস্তক্ষেপে শেষপর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চরম দুর্ভোগে পড়লেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: শিকেয় উঠল সামাজিক দূরত্ব বিধি! প্রশ্নের মুখে 'দুয়ারে সরকার' কর্মসূচি
ঘটনাটি ঠিক কী? কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড, উল্টোডাঙায় তেলেঙ্গাবাগানে শুক্রবার সকালে চলছিল 'দুয়ারে সরকার' কর্মসূচি। শিবির খোলা হয়েছিল স্থানীয় মাদার টেরেসা কমিউনিটি হলে। শিবিরে বাইরে লাইনে দাঁড়িয়েছিল বহু মানুষ। জানা গিয়েছে, ওই শিবিরে মূলত স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড তৈরি করা হচ্ছিল। এই প্রকল্প নিয়ে মানুষের উৎসাহ সবচেয়ে বেশি। ফলে ভিড়ও হয়েছিল প্রচুর। কিন্তু মন্ত্রী সাধন পাণ্ডে ক্য়াম্পে হাজির হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: দশ দিনের মধ্যে চাকরির আশ্বাস! কর্মবিরতি উঠল আলিপুর চিড়িয়াখানায়
কেন? ১৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা বিদায়ী কাউন্সিলর অমল চক্রবর্তীর দাবি, কাজকর্ম সবই সুষ্ঠুভাবেই চলছিল। অনুগামীদের নিয়ে বিনা প্ররোচনায় গন্ডগোল পাকান মন্ত্রী সাধন পাণ্ডেই। মন্ত্রীর আবার পাল্টা অভিযোগ, অমল চক্রবর্তীর লোকজনেরাই নাকি নিয়ম মানছিলেন না। নিজেদের লোকদের আগে কাজ করিয়ে দিচ্ছিলেন। সে খবর পেয়েই তিনি ঘটনাস্থলে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মানিকতলা থানার পুলিশ। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।