আমার পদ নিতে মৃত্যু কামনা করছে: মমতা; আপনি বাঁচলে বাংলা বাঁচবে, আবেগতাড়িত সুব্রত

সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরে সংগঠন ভোটের আগে গুছিয়ে নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। 

Updated By: Dec 4, 2020, 10:34 PM IST
আমার পদ নিতে মৃত্যু কামনা করছে: মমতা; আপনি বাঁচলে বাংলা বাঁচবে, আবেগতাড়িত সুব্রত

নিজস্ব প্রতিবেদন: আমার পদ নিতে অনেকে মৃত্যু কামনা করছেন। কিন্তু আমার মৃত্যু তো উপরওয়ালার হাতে। আমার হাতে নেই। দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন আক্ষেপ করেছেন বলে খবর। আবেগতাড়িত হয়ে তখন সুব্রত বক্সি বলেন,'না, দিদি আপনি বাঁচুন। আপনি বাঁচলে বাংলা বাঁচবে।'   

সূত্রের খবর, দলীয় নেতৃত্বের কাছে বার্তা দিতে গিয়ে আবেগতাড়ির মমতা আক্ষেপ করেন,'আমার পদ নিতে অনেকে মৃত্যু কামনা করছেন। কিন্তু আমার মৃত্যু তো উপরওয়ালার হাতে। ট্রাম্পের মতো পতন হবে অহংকারীর।' ঠিক কার বা কাদের উদ্দেশে এ কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?  তা স্পষ্ট নয়। দলনেত্রীর মুখে এমন কথা শুনে ভারাক্রান্ত হয়ে ওঠেন সুব্রত বক্সি। তিনি বলেন, 'না, দিদি আপনি বাঁচুন। আপনি বাঁচলে বাংলা বাঁচবে।'        

সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরে সংগঠন ভোটের আগে গুছিয়ে নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে এ দিন নাম না করে শুভেন্দু অনুগামীদের সরিয়ে দেওয়ার কথাও বলেছেন। এ দিন জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারীকে মমতার নির্দেশ, দলে থেকে যাঁরা দলের বিরোধিতা করছেন, সরিয়ে দিন। শুধু কথার কথা নয়। মমতা জানিয়ে দেন,'নন্দীগ্রাম, নন্দকুমারের ব্লক প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হোক। সুব্রত বক্সির সঙ্গে আলোচনা করে অন্য কাউকে দায়িত্ব দিন।' এর পাশাপাশি তাঁর বার্তা, এজেন্সির ভয় দেখানো হচ্ছে। যাঁদের সাহস আছে আমাদের সঙ্গে থাকুন।       

আরও পড়ুন- পূর্ব মেদিনীপুরে 'শুভেন্দু ঘনিষ্ঠ' জেলা পুলিস সুপার বদল

.