Mamata Banerjee: 'সুপ্রিম কোর্টে ন্যায়প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত'

'সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশী এবং মানসিকভাবে তৃপ্ত'। এক্স হ্যান্ডেল পোস্টে এবার মুখ খুললেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমগ্র শিক্ষক সমাজকে 'অভিনন্দন' জানালেন তিনি।

Updated By: May 7, 2024, 08:25 PM IST
Mamata Banerjee: 'সুপ্রিম কোর্টে ন্যায়প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'সুপ্রিম কোর্টে ন্যায়প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত'। এক্স হ্যান্ডেল পোস্টে এবার মুখ খুললেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমগ্র শিক্ষক সমাজকে 'অভিনন্দন' জানালেন তিনি।

আরও পড়ুন:  SSC Case | Supreme Court: 'অভিজিৎ গঙ্গোপাধ্যায় নই', হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে 'সুপ্রিম' স্থগিতাদেশ

ঘটনাটি ঠিক কী? SSC মামলায় ২০১৬ সালের প্যানেল। রাতারাতি চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক। সেই মামলারই এবার শুনানি হল  সুপ্রিম কোর্টে। কবে? আজ, সোমবার।

এদিন সুপ্রিম কোর্টের 'বৈধ' চাকরিহারাদের পক্ষে সওয়াল করেন শ্যাম দিওয়ান। তিনি বলেন, 'ওএমআর শিট ও ব়্যাংকে কারচুপি করে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের জন্য অন্যদের চাকরি কেড়ে নেওয়া হবে কেন? নবম-দশম শ্রেণীর মোট ১১,৬১০ জন শিক্ষক রয়েছেন। ওএমআর বিকৃতির অভিযোগ মাত্র ৮০৮ জনের বিরুদ্ধে। গত ৫ বছর চাকরি করার পর কেন বৈধদের বেতন ফেরৎ দিতে বলা হবে‌'?

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, 'সিবিআই তাদের তদন্ত রিপোর্টে জানিয়েছে নিয়োগ পদ্ধতিতে কারচুপি হয়েছে। নবম-দশমে ৯৫২ জন, একাদশ-দ্বাদশে ৯০৭ জন, গ্রুপ সি ৩৪৮১ জন ও গ্রুপ ডি-তে ২৮২৩ জনের'। জানান, 'এবার আদালত অন্য পক্ষের বক্তব্য শুনতে চায়'।

এসএসসি-র আইনজীবীকে প্রশ্ন, 'আজ কোনওভাবে কি যোগ্য ও অযোগ্যদের পৃথক করা সম্ভব'? এসএসসি-র আইনজীবী বলেন, 'কমিশনের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে পৃথক করা সম্ভব। কিন্তু, সেই নথিকে মেনে নিতে হবে। না মানলে মুসকিল'। আন্দোলনকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন,'এসএসসি যদি হলফনামা দিয়ে বৈধ ও অবৈধদের তালিকা জমা দেয়, সেক্ষেত্রে আমাদের কোনও আপত্তি নেই'।  সওয়াল-জবাব শেষে হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি ১৬ জুলাই।

 

সুপ্রিম কোর্টের রায়ের পর চুপ করে থাকেননি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এক্স হ্য়ান্ডেলে পোস্টে তিনি লিখেছেন, 'বাংলার ভাবমূর্তি খারাপ করার চক্রান্ত করেছিল বিজেপি, সেই চক্রান্ত বানচাল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সত্যের জয় হয়েছে'। 

 

এর আগে, এদিন সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানিতে প্রশ্নের মুখে এসএসসি। শীর্ষ আদালত বলে, 'এটা একটা প্রাতিষ্ঠানিক জালিয়াতি'। বস্তুত, সুপ্রিম কোর্টে একেপর এক প্রশ্বের মুখে নিয়োগ যে দুর্নীতি হয়েছে, সেকথা কার্যত  মেনে নেয় স্কুল সার্ভিস কমিশন। তাদের দাবি, 'কিছু নিয়োগ অবৈধ হলেও ১৯ হাজার চাকরি বৈধ'। প্রধান বিচারপতি এসএসসি আইনজীবীকে বলেন, 'চাকরির অবস্থা খারাপ। সরকারি চাকরির অবস্থা আরও খারাপ। এইভাবে দুর্নীতি হলে আমার আপনার ছেলেমেয়েরা কোথায় যাবে'? 

আরও পড়ুন:  Haridevpur: শহর তখন বৃষ্টিপ্লাবিত! ৩ যুবককে নিয়ে স্কুটি সোজা গিয়ে পড়ল আবাসনের পুকুরে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.