CM Mamata Banerjee: বাংলা সাহিত্যচর্চায় নিরলস সাধনা, প্রথম বাংলা আকাদেমি পুরস্কার পেলেন মুখ্যমন্ত্রী

'কবিতাবিতান' কাব্যগ্রন্থের জন্য, এই পুরস্কার পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Updated By: May 9, 2022, 05:47 PM IST
 CM Mamata Banerjee: বাংলা সাহিত্যচর্চায় নিরলস সাধনা, প্রথম বাংলা আকাদেমি পুরস্কার পেলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: বাংলা আকাদেমি পুরস্কার পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।  যাঁরা সাহিত্য জগতে বিশেষ অবদান রেখেছেন, এবার থেকে তাঁদের এই পুরস্কার দেওয়া হবে। সাহিত্যচর্চায় অসামান্য অবদানের জন্য, এ বছর প্রথম এই সম্মান তুলে দেওয়া হল মুখ্যমন্ত্রীর হাতে।  

জানা গিয়েছে, প্রতি ৩ বছর অন্তর এই পুরস্কার দেওয়া হবে। প্রথম বছর 'কবিতাবিতান' কাব্যগ্রন্থের জন্য, এই পুরস্কার পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সমস্ত সাহিত্যিকদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রবীন্দ্রস্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিজ্ঞানী বিকাশ সিনহা, লেখিকা ফ্রাঁসো ভট্টাচার্যর হাতে। লেখিকা এখন প্যারিসে থাকেন। তাঁর হয়ে পুরষ্কার গ্রহণ করেন বোন।

সোমবার রবীন্দ্র জয়ন্তীতে (Rabindra Jayanti 2022) ক্যাথিড্রাল রোডে রাজ্য সরকারের 'কবি প্রণাম' অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.