Mamata Banerjee:লোকসভা ভোটের সাফল্যের পর দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, মোদী-মমতা বৈঠক?
২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক। সেই বৈঠকের ২ দিন আগেই দিল্লিতে পৌঁছবেন মুখ্য়মন্ত্রী। ২৬ তারিখ তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদের বৈঠকে করবেন তিনি। এরপর যেতে পারেন সংসদ ভবনেও। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মমতা। এরপর ২৭ তারিখ সকাল ১০টা নীতি আয়োগের বৈঠকে য়োগ দেবেন মুখ্যমন্ত্রী। সেদিন দিনভর চলবে এই বৈঠক।
সুতপা সেন: লোকসভা ভোট সাফল্যের পর এই প্রথম। দিল্লি যাচ্ছেন মুখ্য়মন্ত্রী। কবে? আগামী ২৫ জুলাই। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখার করার সময় চেয়েছেন তিনি। সূত্রের খবর তেমনই।
আরও পড়ুন: WB Assembly: ফের 'ব্রাত্য' রাজ্যপাল! বিধানসভায় এবার শপথ উপনির্বাচনে জয়ী ৪ প্রার্থীর..
২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক। সেই বৈঠকের ২ দিন আগেই দিল্লিতে পৌঁছবেন মুখ্য়মন্ত্রী। ২৬ তারিখ তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদের বৈঠকে করবেন তিনি। এরপর যেতে পারেন সংসদ ভবনেও। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মমতা। এরপর ২৭ তারিখ সকাল ১০টা নীতি আয়োগের বৈঠকে য়োগ দেবেন মুখ্যমন্ত্রী। সেদিন দিনভর চলবে এই বৈঠক।
আরও পড়ুন: 21 July TMC Sahid Divas: একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে প্রথমবার কলকাতায় এসে নিখোঁজ তৃণমূল সমর্থক..
এদিকে দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল। লোকসভা ভোটের প্রচারে এই ইস্য়ুতে বিজেপিকে লাগাতার আক্রমণ শানিয়েছেন এ রাজ্যের শাসকদল। অভিযোগ, একশো দিনের টাকা, আবাস যোজনায় রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। গত বছরের অক্টোবরের দিল্লিতে ধরনা দিয়েছিলেন তৃণমূল সাংসদ। সেক্ষেত্রে দিল্লি নীতি আয়োগের বৈঠকের আগে যদি মোদী-মমতা বৈঠক হয়, তাহলে কী কী দাবিদাওয়া জানাবেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)