তৃণমূলকে ভোট না দেওয়ার ডাক কংগ্রেসের

পঞ্চায়েতে যে সব আসনে তাদের কোনও প্রার্থী নেই, সেই আসনগুলিতে তৃণমূলকে বাদ দিয়ে অন্য দলকে ভোট দেওয়ার ডাক দিল কংগ্রেস। এআইসিসি-র পর্যবেক্ষক সি পি যোশির উপস্থিতিতে এমনই সিদ্ধান্তে পৌঁছেছে দল। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে রাহুল গান্ধী ঘনিষ্ঠ যোশিও বুঝিয়ে দিয়েছেন, আগামী দিনে রাজ্যে এই পথেই হাঁটতে চায় কংগ্রেস।  

Updated By: Jul 8, 2013, 09:29 PM IST

পঞ্চায়েতে যে সব আসনে তাদের কোনও প্রার্থী নেই, সেই আসনগুলিতে তৃণমূলকে বাদ দিয়ে অন্য দলকে ভোট দেওয়ার ডাক দিল কংগ্রেস। এআইসিসি-র পর্যবেক্ষক সি পি যোশির উপস্থিতিতে এমনই সিদ্ধান্তে পৌঁছেছে দল। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে রাহুল গান্ধী ঘনিষ্ঠ যোশিও বুঝিয়ে দিয়েছেন, আগামী দিনে রাজ্যে এই পথেই হাঁটতে চায় কংগ্রেস।  
বেশকিছুদিন ধরে সুযোগ পেলেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও ফেসবুকে, কখনও প্রকাশ্য জনসভায়। তাঁর অভিযোগ, কেন্দ্র কিছু করছে না। সোমবার পশ্চিমবঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি বক্তব্য সম্পর্কে কংগ্রেস যে রীতিমতো নজর রাখছে তা স্পষ্ট করে দিয়ে গেলেন রাহুল ঘনিষ্ট সিপি যোশী, "আমরা রাজ্য সরকারকে সবরকম সাহায্য করছি।"
 
রাজ্য নির্বাচন কমিশন সম্পর্কে মুখ্যমন্ত্রী যে ধরণের বক্তব্য রাখছেন তারও সমালোচনা করলেন সিপি যোশী। সোমবার প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন এআইসিসির এই সাধারণ সম্পাদক। পশ্চিমবঙ্গের দায়িত্ব পাওয়ার পর এটাই তাঁর প্রথম সাংগঠনিক বৈঠক। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একের পর এক অভিযোগ জানান প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারাই। অনেকেই প্রশ্ন তোলেন যে যেসব আসনে কংগ্রেসের কোনও প্রার্থী নেই সেখানে কংগ্রেস কর্মীরা কী ভূমিকা নেবে। উত্তর দিয়েছেন প্রদীপ ভট্টাচার্য। কংগ্রেসের এই অবস্থানে কর্মীরা যে খুশি সেই ছবিটা ছিল স্পষ্ট।

.