বসন্ত উৎসবের চারদিন আগেই দোলের রঙ লাগল জোড়াসাঁকোতে
ভোট প্রচারে দেওয়াল দখল করে রঙ করা চলছে। এরই ফাঁকে বাতাসেও লেগেছে রঙের ছোঁয়া। বসন্ত জাগ্রত দ্বারে। দোল উৎসবের চার দিন আগেই বসন্তের রঙে সাজল কবিতীর্থ জোড়াসাঁকো। বসন্ত পঞ্চমীর আগে লাঠমার হোলি নন্দগ্রামে।
ভোট প্রচারে দেওয়াল দখল করে রঙ করা চলছে। এরই ফাঁকে বাতাসেও লেগেছে রঙের ছোঁয়া। বসন্ত জাগ্রত দ্বারে। দোল উৎসবের চার দিন আগেই বসন্তের রঙে সাজল কবিতীর্থ জোড়াসাঁকো। বসন্ত পঞ্চমীর আগে লাঠমার হোলি নন্দগ্রামে। উঠোনের গাছটাতে কয়েকটা পলাশ জানান দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনেও আজ আগাম বসন্ত উৎসব। দোলের চার দিন আগেই বসন্ত কড়া নাড়ল জোড়াসাঁকোর দ্বারে। ফাগুন হাওয়ায় হাওয়ায় আবীর রাঙা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এক ফাগুনের গানে জাগ্রত বসন্তকে স্বাগত জানাল ওরা। দক্ষীণ কলকাতার মেয়েটা যেমন এবার প্রথম এসেছে জোড়াসাঁকোর বসন্ত উতসবে। পুরনো বন্ধু আর ফেলা আসা আড্ডার টানে ফিরে ফিরে এসেছে কেউ। উতসবের শত রঙ দিনভর লুটোপুটি খেল আশোকে পলাশে। নীল দিগন্তেই কি শুধু ফুলের আবীর লাগে। সে আবীর রঙ লাগাল দামাল মনেও। পুরনো প্রেম নতুন করে রাঙিয়ে নেওয়া। চোখের ইসারায় রঙ বদল। এস এল আর এ বান্ধবীর সেরা ছবি তোলা সবই হল রঙে রঙে। রাঙিয়ে দিয়ে যাওগো এবার যাওয়ার আগে। সূর্যের তেজ, সবুজ ঘাস সত্যিই রাঙিয়ে দিয়ে গেল পলাশ শিমুলদের।