ফের আইনি লড়াইয়ে প্রস্তুত কমিশন
পঞ্চায়েত মামলা ফের আদালতে। আবেদনকারী এবার রাজ্য সরকার। পাল্টা প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশনও। আগামী সোমবার সকালে হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে আপিল করার কথা সরকারের। তার আগে কমিশনের তরফে প্রস্তুতি নিতে শনিবার সন্ধায় আইনজীবী সমরাদিত্য পালের বাড়িতে যান রাজ্যের নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। সঙ্গে ছিলেন কমিশনের তিন আধিকারিক।
পঞ্চায়েত মামলা ফের আদালতে। আবেদনকারী এবার রাজ্য সরকার। পাল্টা প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশনও। আগামী সোমবার সকালে হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে আপিল করার কথা সরকারের। তার আগে কমিশনের তরফে প্রস্তুতি নিতে শনিবার সন্ধায় আইনজীবী সমরাদিত্য পালের বাড়িতে যান রাজ্যের নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। সঙ্গে ছিলেন কমিশনের তিন আধিকারিক।
প্রায় তিন ঘণ্টা বৈঠক চলে। ডিভিশন বেঞ্চে কমিশনের পক্ষ থেকে কী কী যুক্তি-প্রশ্ন তোলা হবে, মূলত তা নিয়েই আলোচনা হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, নির্দিষ্ট সময়ে কীভাবে ভোট করা সম্ভব হবে সেই প্রশ্নেই জোর দেবে কমিশন। তাঁদের বক্তব্য, সিঙ্গল বেঞ্চের রায় বিপক্ষে যাওয়ায় ডিভিসন বেঞ্চে যাচ্ছে রাজ্য। সেখানেও রায় বিপক্ষে গেলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি তারা ইতিমধ্যে দিয়েছে। এসবের জেরে আদতে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।