‘অসুখ ছড়িয়ে গোটা শরীরেই’, পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার পরামর্শ কমিটির

এই রিপোর্টে আরও বলা হয়েছে উড়ালপুলের বর্তমান পরিস্থিতি এমন যে তার নীচ দিয়ে গাড়ি চালানোও নিরাপদ নয়।

Updated By: Jan 9, 2018, 11:42 AM IST
‘অসুখ ছড়িয়ে গোটা শরীরেই’, পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার পরামর্শ কমিটির

নিজস্ব প্রতিবেদন:   বিপর্যয়ের প্রায় দু’বছর হতে চলল। কেন সেদিন ভেঙে পড়েছিল গিরিশপার্ক থেকে পোস্তাগামী উড়ালপুলের বাঁ দিকের অংশ? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই নয়,  ত্রুটি কেবল ভেঙে পড়া অংশেই নয়, ছড়িয়ে রয়েছে গোটা উড়ালপুলেই। 

আরও পড়ুন: সাতসকালে শুটআউট! কড়েয়ায় মৃত যুবক

পোস্তা উড়ালপুলের হাল বেহাল। দুর্বল হয়ে পড়েছে কংক্রিট। অবিলম্বে মেরামত না করলে যে কোনওদিন ভেঙে পড়তে পারে বাকি অংশও। নবান্নে রিপোর্ট জমা দিল বিশেষজ্ঞ কমিটি। প্রসঙ্গত, ঘটনার পর রাজ্য সরকার উড়ালপুলের ভবিষ্যৎ নির্ধারণে বিশেষ তদন্ত কমিটি গঠন করে। এই কমিটিতে ছিলেন তৎকালীন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় এবং খড়গপুর আইআইটি-র তিন অধ্যাপক।

আরও পড়ুন: কুয়াশায় ট্রেন চলাচলে বিঘ্ন, অধিকাংশ দূরপাল্লার ট্রেন চলেছে দেরিতে

ওই রিপোর্টে বলা হয়েছে, ইস্পাতের কাঠামোতে কোনও সমস্যা না থাকলেও, ওপরের কংক্রিটের কাঠামো যথেষ্ট দুর্বল হয়ে গিয়েছে। তাই পোস্তা উড়ালপুল গোটাটাই ভেঙে ফেলে নতুন করে গড়ে তোলার ইঙ্গিত দেওয়া হয়েছে রিপোর্টে। পুলে এমনই ত্রুটি রয়েছে, যা পুরোপুরি মেরামত করে যান চলাচলের উপযুক্ত করে তোলা সম্ভব নয়। এই রিপোর্টে আরও বলা হয়েছে উড়ালপুলের বর্তমান পরিস্থিতি এমন যে তার নীচ দিয়ে গাড়ি চালানোও নিরাপদ নয়।

.