শরিকি দ্বৈরথ চরমে, নির্বাচন কমিশনের দ্বারস্থ কংগ্রেস

পুর নির্বাচনের আগে তলানিতে এসে ঠেকেছে শাসক জোটের দুই শরিকের সম্পর্ক। পরিস্থিতি এতটাই জটিল যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শুক্রবার রাজ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

Updated By: May 11, 2012, 05:02 PM IST

পুর নির্বাচনের আগে তলানিতে এসে ঠেকেছে শাসক জোটের দুই শরিকের সম্পর্ক। পরিস্থিতি এতটাই জটিল যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শুক্রবার রাজ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাঁদের অভিযোগ, বিভিন্ন জায়গায় কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে চাপ দিচ্ছে তৃণমূল। অভিযোগ করলেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। কংগ্রেস নেতৃত্বের আশঙ্কা, এই প্রবনতা চলতে থাকলে পুর নির্বাচন ও অসন্ন পঞ্চায়েত নির্বাচন প্রহসনে পরিণত হবে।
আগামী ৩ জুন রাজ্যের ছটি পুরসভার নির্বাচনে ভোটগ্রহণ হবে। নির্বাচনের দিন-ক্ষণ ঘোষিত হতেই তীব্র আকার ধারণ করেছে কংগ্রেস ও তৃণমূলের শরিকি দ্বন্দ্ব। জোটের সম্ভাবনা ভেস্তে যাওয়ার পর সমস্ত পুরসভাতেই আলাদা ভাবে প্রার্থী দিয়েছে শাসক জোটের দুই শরিক। কিন্তু জয় নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য তৃণমূল চাপ দিচ্ছে বলে অভিযোগ। এমনকী গত বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলায় কংগ্রেস নেতা, প্রার্থী ও নেতাদের অপহরণের একাধিক অভিযোগ উঠেছে। দিন কয়েক আগে কংগ্রেস নেতা মনোজ পাণ্ডেকে দলীয় টিকিট-সহ অপহরণের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।
বৃহস্পতিবার হলদিয়া পুরসভায় কংগ্রেস প্রার্থী মিঠু সেনের স্বামী প্রণব সেনকে অপহরণের অভিযোগ ওঠে। অভিযুক্ত সেই তৃণমূল। মিঠুদেবী মনোনয়নপত্র প্রত্যাহার করলে মুক্তি দেওয়া হয় প্রণববাবুকে। ওই দিন হলদিয়ায় আরও এক কংগ্রেস কর্মীকে অপহরণের অভিযোগ ওঠে। ভাঙচুর চালানো হয় হলদিয়া পুরসভার সিপিআইএমের উপ-পুরপ্রধানের গাড়িতে। তৃণমূলের চাপে এখনও পর্যন্ত মোট ৪ জন কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে দলীয় নেতৃত্ব। প্রদেশ কংগ্রেসের তরফে মায়া ঘোষ, মনোজ পাণ্ডে সহ কয়েকজন নেতা দুপুরে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের সঙ্গে দেখা করেন। বিকেল সাড়ে চারটেয় একই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যাবেন বামফ্রন্ট নেতৃত্ব।
পালটা ঘটনা ঘটেছে ব্যারাকপুরে। তৃণমূল পরিচালিত উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সঞ্জীব সিংকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। বুধবার রাতে মনিরামপুর এলাকায় তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। অল্পের জন্য তিনি রক্ষা পেলেও গুরুতর আহত হয়েছেন তাঁর ভাই এবং স্থানীয় এক ব্যবসায়ী। সঞ্জীব সিংয়ের ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। তাঁর চিকিত্সা চলছে বিএন বোস হাসপাতালে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে নতুনবাজারের একটি পুকুর থেকে এক ব্যাগ বোমা উদ্ধার করেছে পুলিস। এলাকায় পুলিস পিকেট বসানো হয়েছে।
অন্যদিকে এদিন নির্বাচনের কমিশনের দ্বারস্থ হন বাম প্রতিনিধি দলও। তাদের বক্তব্য, জোট শরিক কংগ্রেসের ওপরেও আক্রমণ করছে তৃণমূল। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছে তাঁরা। নির্বাচন কমিশনকে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য ব্যবস্থা নেওয়ার আর্জিও জানানোর পাশাপাশি ৬ টি পুরসভা এবং ২ টি বিধানসভা উপনির্বাচন একই দিনে করার অনুরোধও জানিয়েছে তাঁরা। এমনকী পুরসভা ও বিধানসভা উপনির্বাচনের গণনাও একই দিনে করার আর্জি জানিয়েছে বাম প্রতিনিধি দল।

বৃহস্পতিবার হলদিয়া পুরসভায় কংগ্রেস প্রার্থী মিঠু সেনের স্বামী প্রণব সেনকে অপহরণের অভিযোগ ওঠে। অভিযুক্ত সেই তৃণমূল। মিঠুদেবী মনোনয়নপত্র প্রত্যাহার করলে মুক্তি দেওয়া হয় প্রণববাবুকে। ওই দিন হলদিয়ায় আরও এক কংগ্রেস কর্মীকে অপহরণের অভিযোগ ওঠে। ভাঙচুর চালানো হয় হলদিয়া পুরসভার সিপিআইএমের উপ-পুরপ্রধানের গাড়িতে। তৃণমূলের চাপে এখনও পর্যন্ত মোট ৪ জন কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে দলীয় নেতৃত্ব। প্রদেশ কংগ্রেসের তরফে মায়া ঘোষ, মনোজ পাণ্ডে সহ কয়েকজন নেতা দুপুরে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের সঙ্গে দেখা করেন। বিকেল সাড়ে চারটেয় একই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যাবেন বামফ্রন্ট নেতৃত্ব।
পালটা ঘটনা ঘটেছে ব্যারাকপুরে। তৃণমূল পরিচালিত উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সঞ্জীব সিংকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। বুধবার রাতে মনিরামপুর এলাকায় তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। অল্পের জন্য তিনি রক্ষা পেলেও গুরুতর আহত হয়েছেন তাঁর ভাই এবং স্থানীয় এক ব্যবসায়ী। সঞ্জীব সিংয়ের ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। তাঁর চিকিত্সা চলছে বিএন বোস হাসপাতালে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে নতুনবাজারের একটি পুকুর থেকে এক ব্যাগ বোমা উদ্ধার করেছে পুলিস। এলাকায় পুলিস পিকেট বসানো হয়েছে।

.