আসন্ন পুরসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা উস্কে দিলেন প্রদেশ কংগ্রেস নেতারা

কংগ্রেস কি ফের তৃণমূলের সঙ্গে জোট করবে? সতেরটি পুরসভার ভোটের আগে ফের একবার জোট জল্পনা উস্কে দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ। বিষয়টি জানানো হয়েছে এআইসিসিতেও। তবে জোট নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি প্রদেশ সভাপতি।

Updated By: Jun 28, 2014, 05:09 PM IST

কংগ্রেস কি ফের তৃণমূলের সঙ্গে জোট করবে? সতেরটি পুরসভার ভোটের আগে ফের একবার জোট জল্পনা উস্কে দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ। বিষয়টি জানানো হয়েছে এআইসিসিতেও। তবে জোট নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি প্রদেশ সভাপতি।

দোরগোড়ায় সতেরটি পুরসভার নির্বাচন। এর মধ্যে কিছু এলাকা নতুন করে কর্পোরেশন হবে , কিছু পুরসভাই থাকবে। বলা যেতে পারে বিধানসভা ভোটের আগেই এই নির্বাচনগুলিই হবে কার্যত সেমিফাইনাল। প্রস্তুতি নিতে শুরু করেছে সব দলই। জুলাই মাসের প্রথম সপ্তাহে জেলার নেতাদের নিয়ে বৈঠকে বসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। প্রস্তুতি নিচ্ছেন বামেরাও। কিন্তু ফের বিতর্ক দানা বেধেছে কংগ্রেস শিবিরে।

কারণ, কংগ্রেসের একাংশ আবার জোটের পক্ষে সওয়াল করতে শুরু করেছেন। গত সপ্তাহে রাজ্যের নেতাদের নিয়ে বৈঠকে বসেছিল এআইসিসি নেতৃত্ব। সামগ্রিক পরিস্থিতির রিপোর্ট জানতে চেয়েছেন তাঁরা। অধিকাংশ রাজ্য নেতৃত্ব তাদের রিপোর্টে বলেছেন, জোট ছাড়া এই মুহূর্তে বিকল্প নেই। কারণ একা লড়াই করলে কোনও ভাবেই জেতা সম্ভব নয় কংগ্রেসের।

কিন্তু কংগ্রেস চাইলেই কেন জোট করতে রাজি হবেন তৃণমূল নেত্রী?

কংগ্রেস নেতাদের যুক্তি, বিজেপির উত্থানের কারণে কিছুটা হলেও চাপে তৃণমূল শিবির। সেকারণেই কংগ্রেসের তরফে প্রস্তাব আসতে ফেরাতে পারবেন না তৃণমূল সুপ্রিমো। কংগ্রেস শিবিরের দাবি, বিধানসভার অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজে কংগ্রেসকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তৃণমূল নেতারা আক্রমণ কমিছেয়ে কংগ্রেসের বিরুদ্ধে। এই অবস্থায় জোটের পথেই হাঁটতে রাজি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রদেশ সভাপতি অধীর চৌধুরী অবশ্য এখনও এই নিয়ে কোনও মন্তব্যে নারাজ।

.