পঞ্চায়েত ভোটে সব আসনে প্রার্থী দিতে অপারগ কংগ্রেস

পঞ্চায়েতে সব আসনে প্রার্থী দিতে পারবে কংগ্রেস? এর উত্তর খুঁজতেই আজ সব জেলার সভাপতিদের নিয়ে বৈঠক করলেন প্রদেশ নেতৃত্ব। আলোচনায় উঠে এসেছে বেশ কয়েকটি সাংগঠনিক দুর্বলতার কথা। জেলা সভাপতিদের আশঙ্কা, সন্ত্রাসের জেরে সব আসনে প্রার্থী দেওয়া সম্ভব হবে না। সন্ত্রাস বন্ধে কমিশনের দিকেই তাকিয়ে রয়েছে কংগ্রেস।

Updated By: May 17, 2013, 05:05 PM IST

পঞ্চায়েতে সব আসনে প্রার্থী দিতে পারবে কংগ্রেস? এর উত্তর খুঁজতেই আজ সব জেলার সভাপতিদের নিয়ে বৈঠক করলেন প্রদেশ নেতৃত্ব। আলোচনায় উঠে এসেছে বেশ কয়েকটি সাংগঠনিক দুর্বলতার কথা। জেলা সভাপতিদের আশঙ্কা, সন্ত্রাসের জেরে সব আসনে প্রার্থী দেওয়া সম্ভব হবে না। সন্ত্রাস বন্ধে কমিশনের দিকেই তাকিয়ে রয়েছে কংগ্রেস।
পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টার্গেট সব আসনে প্রার্থী দেওয়া। কিন্তু সত্যিই কি সব আসনে প্রার্থী দিতে পারবে কংগ্রেস? শুক্রবার জেলার সভাপতি এবং পর্যবেক্ষকদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা। বৈঠকের মূল নির্যাস কী?
 
১) সাংগঠনিক দুর্বলতা- যে কারণে সব আসনে প্রার্থী খুঁজে পাওয়া কঠিন।
২) পঞ্চাশ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। এত সংখ্যক মহিলা প্রার্থী দেওয়াও অসম্ভব।
৩)এখনও দলের একাংশের কর্মী তলে তলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। কথা দিয়েও শেষমুহূর্তে তাঁরা প্রার্থী নাও হতে পারেন।
৪)সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সার্টিফিকেট জোগাড় করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
আর একযোগে সকলেই আশঙ্কাপ্রকাশ করেছেন সন্ত্রাস নিয়ে। প্রত্যেকেরই অভিযোগ, তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে, তাতে অনেকেই প্রার্থী হতে চাইছেন না। সন্ত্রাস ইস্যুতে কংগ্রেস তাকিয়ে রয়েছে কমিশনের দিকেই। বহুদিন বাদে তৃণমূলকে ছাড়া  একাই লড়াই করছে কংগ্রেস।

.