ফের বিতর্কিত মন্তব্য নির্বাচন কমিশনারের

ফের বিতর্কিত মন্তব্য রাজ্য নির্বাচন কমিশনারের। আগামী শনিবার রাজ্যের একানব্বইটি পুরসভায় ভোটগ্রহণ। নির্বাচন কমিশনারের মতে, প্রতিটি জেলার চরিত্র আলাদা। পুরসভার সংখ্যাও বেশি। তাই ভোটপর্ব পরিচালনায় আরও বেশি সমস্যার মুখোমুখি হতে হবে কমিশনকে। সব শুনে বিরোধীদের আশঙ্কা, আসন্ন পুরভোটের দিনও সন্ত্রাস সামলাতে ব্যর্থ হবে কমিশন।

Updated By: Apr 21, 2015, 09:26 AM IST
ফের বিতর্কিত মন্তব্য নির্বাচন কমিশনারের

ব্যুরো: ফের বিতর্কিত মন্তব্য রাজ্য নির্বাচন কমিশনারের। আগামী শনিবার রাজ্যের একানব্বইটি পুরসভায় ভোটগ্রহণ। নির্বাচন কমিশনারের মতে, প্রতিটি জেলার চরিত্র আলাদা। পুরসভার সংখ্যাও বেশি। তাই ভোটপর্ব পরিচালনায় আরও বেশি সমস্যার মুখোমুখি হতে হবে কমিশনকে। সব শুনে বিরোধীদের আশঙ্কা, আসন্ন পুরভোটের দিনও সন্ত্রাস সামলাতে ব্যর্থ হবে কমিশন।

কলকাতা পুরভোটে কমিশনের ব্যর্থতার কথা বারবার উঠে এসেছে বিরোধীদের অভিযোগে। কমিশন প্রথম দিনই স্বীকার করে, আদর্শ ভোট হয়নি ।

কিন্তু কেন এই ব্যর্থতা?

কমিশন মানছে, কলকাতার পুরভোটে পর্যবেক্ষক থেকে শুরু করে পুলিশ সব সময় নিয়ন্ত্রণেই ছিল না কমিশনের।

পুলিস অনেক ক্ষেত্রে কাজ করছে। পর্যবেক্ষকদের রিপোর্ট কিছু কিছু ক্ষেত্রে এখনও মেলেনি।

কমিশনের কাজে এত গলদ কিভাবে। তবে কি বিরোধিদের আশঙ্কাই সত্যি। রাজ্য সরকারের পছন্দের ডাবলুবিসিএস অফিসার বলেই কি কাজ করতে এত অসুবিধে।

সব মিলিয়ে আসন্ন পুরোভোটে যে আরও সমস্যা হবে তা বুঝতে পারছে কমিশন। আর তাই আগে থেকে সেই  আশঙ্কার কথাই শোনা যাচ্ছে তাদের মুখে।

 

.