বিতর্কে নাটক

ফের বিতর্কে উঠে এল গ্রুপ থিয়েটার। নাট্যরঙ্গের শ্রী শম্ভু মিত্র নাটককে ঘিরে প্রশ্ন তুলছেন বিদ্ধজনেরা। এমনকি নাটক লেখার সময় নাট্যকারের গবেষণা নিয়েও প্রশ্ন উঠছে। প্রতিভা নয়, গোটা নাটকে শম্ভু মিত্রের ব্যক্তি জীবন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি প্রশ্ন উঠছে নাটক তৈরির উদ্দেশ্যে নিয়েও।

Updated By: Jan 10, 2012, 01:38 PM IST

ফের বিতর্কে উঠে এল গ্রুপ থিয়েটার। নাট্যরঙ্গের শ্রী শম্ভু মিত্র নাটককে ঘিরে প্রশ্ন তুলছেন বিদ্ধজনেরা। এমনকি নাটক লেখার সময় নাট্যকারের গবেষণা নিয়েও প্রশ্ন উঠছে। প্রতিভা নয়, গোটা নাটকে শম্ভু মিত্রের ব্যক্তি জীবন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি প্রশ্ন উঠছে নাটক তৈরির উদ্দেশ্যে নিয়েও।
নাট্যরঙ্গের `শ্রী শম্ভু মিত্র` নাটকে শম্ভু মিত্রই প্রধান চরিত্র। তাঁর দিকে প্রশ্ন তুলে দিচ্ছেন নাটকের অন্য চরিত্ররা, আর সেই প্রশ্নের জবাব দিচ্ছেন শম্ভু মিত্র। এমনই ঢঙে নাটকের ওঠা পড়া।
চিত্রনাট্যে একটি জায়গায় শম্ভু মিত্রের সঙ্গে দেখা হয় উত্পল দত্তের। অফ স্ক্রিণে দুজনেরই গলা ব্যবহার হয়েছে। আর এই কথোপকথনকে ঘিরেই বিতর্ক। উত্পল দত্তের কন্যা এবং নাট্যগবেষক বিষ্ণুপ্রিয়া দত্ত নাটকের এই অংশকে ঘিরেই প্রশ্ন তুলছেন। রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই কি তৈরি হয়েছে এই নাটক? নাট্যমহলেও এ প্রশ্নটাই এখন ঘুরছে।
 

.