হজ কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রথম দফায় গতকাল কলকাতা থেকে হজযাত্রার উদ্দেশ্যে রওনা হলেন তিনশো জন। সকাল ছটা কুড়ি মিনিটে প্রথম বিমান হজযাত্রীদের নিয়ে দুবাইয়ের পথে রওনা হয়ে যায়। আরও তিনশো জনকে নিয়ে আরেকটি বিমান রওনা হয় সকাল নটা কুড়ি মিনিটে।

Updated By: Oct 17, 2011, 09:16 AM IST

রাজ্যের নতুন হজ কমিটির বিরুদ্ধে উঠছে একাধিক দুর্নীতির অভিযোগ। পাঁচ বছরের মধ্যে ফের হজযাত্রার সুযোগ করে দেওয়ার চেষ্টা থেকে শুরু করে রয়েছে পাসপোর্ট সংক্রান্ত অনিয়মের অভিযোগ। গোটা বিষয়টির তদন্তের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় হজ কমিটির সদস্য ফুয়াদ হালিম। যদিও, এসবের পিছনে তাঁদের হাত নেই বলে দাবি করেছেন রাজ্যের বর্তমান হজ কমিটির চেয়ারম্যান।

.