এসএসসি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ জারি, অভিযুক্ত আরও ৪

এসএসসি চেয়ারম্যান সহ পাঁচ আঞ্চলিক চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হল কলকাতা হাইকোর্টে। এসএসসি পরীক্ষায় পাশ করার পরও নিয়োগপত্র হাতে পাননি ৭৭ জন ছাত্র ছাত্রী।

Updated By: Jul 23, 2014, 09:43 PM IST
এসএসসি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ জারি, অভিযুক্ত আরও ৪

কলকাতা: এসএসসি চেয়ারম্যান সহ পাঁচ আঞ্চলিক চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হল কলকাতা হাইকোর্টে। এসএসসি পরীক্ষায় পাশ করার পরও নিয়োগপত্র হাতে পাননি ৭৭ জন ছাত্র ছাত্রী।

২০১১ সালে একথা জানিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হন তাঁরা। গতবছর ডিসেম্বর মাসে বিচারপতি অশোক দাস অধিকারি এসএসসি চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্যকে নির্দেশ দেন তাঁদের চাকরির ব্যবস্থা করতে হবে। অথবা কেন চাকরি দেওয়া হবেনা তা জানাতে হবে। যদিও ওই নির্দেশ  মানেনেনি এই ছয় শিক্ষা কর্তা। এরপরই সকলের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে আদালত। 

.