সুপ্রিম কোর্টে আজ ফের রাজীব কুমারদের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি
৫ ফেব্রুয়ারি সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, রাজীব কুমারকে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে।
![সুপ্রিম কোর্টে আজ ফের রাজীব কুমারদের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি সুপ্রিম কোর্টে আজ ফের রাজীব কুমারদের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/02/20/176688-supreme-courta.jpg)
নিজস্ব প্রতিবেদন : আজ সুপ্রিম কোর্টে রাজীব কুমারদের বিরুদ্ধে ওঠা আদালত অবমাননা মামলার শুনানি। তবে গতকালই রাজ্যের তিন কর্তার দাখিল করা হলফনামা দেখে প্রধান বিচারপতি জানিয়েছেন, আজ তাঁদের ব্যক্তিগত হাজিরা না দিলেও চলবে।
আরও পড়ুন, বাহিনীর কল্যাণে ৩ মাসের বেতন দান করলেন অভিষেক, লিখলেন মর্মস্পর্শী চিঠি
প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযান ঘিরে এমাসের গোড়ার দিকে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে ওঠে। চিটফান্ড তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। আদালত অবমাননার অভিযোগে মামলা করা হয়। মামলার শরিক হয় কেন্দ্রও।
আরও পড়ুন, ধিক্কার মিছিলের ডাক দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা
গত ৫ ফেব্রুয়ারি সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, রাজীব কুমারকে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে। তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে। তবে এখনই কলকাতার পুলিস কমিশনারকে গ্রেফতার করা যাবে না। এরপরই শিলংয়ে সিবিআইয়ের সামনে হাজিরা দেন রাজীব কুমার। দফায় দফায় দু'পক্ষে কথা হয়।
আরও পড়ুন, সরলেন রাজীব, কলকাতার নতুন পুলিস কমিশনার অনুজ শর্মা
এরপর আজ পরবর্তী শুনানি। এদিন শীর্ষ আদালতের কাছে রাজীব কুমারকে জেরা প্রসঙ্গে সিবিআই কী বলে? সারদা কেলেঙ্কারির তদন্তে পরবর্তী কোন পদক্ষেপ নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? সেই দিকে নজর সব মহলেরই।