পুরভোট নিয়ে রাজ্যের আবেদন খারিজ হাইকোর্টে
পুরভোট নিয়ে আদালতের নির্দেশে ফের ধাক্কা খেল রাজ্য। কমিশনের দাবি অনুযায়ী সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেই মধ্যেই ভোট হচ্ছে। রাজ্যের তরফে আদালতের কাছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভোটের আর্জি জানানো হয়েছিল।
পুরভোট নিয়ে আদালতের নির্দেশে ফের ধাক্কা খেল রাজ্য। কমিশনের দাবি অনুযায়ী সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেই মধ্যেই ভোট হচ্ছে। রাজ্যের তরফে আদালতের কাছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভোটের আর্জি জানানো হয়েছিল।
কমিশন রাজ্যের এই প্রস্তাবে আপত্তি জানায়। কমিশনের দাবি ছিল, পঞ্চায়েত নির্বাচনের পরেই মাত্র একমাসের মধ্যে পুরভোট প্রস্তুতির বিপুল কাজ শেষ করা সম্ভব নয়। সেপ্টেম্বরের ২২ অথবা ২৩ তারিখ ভোট করার আবেদন জানায় কমিশন। আজ হাইকোর্টে বিচারপতি অরুণ মিশ্র ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। রাজ্য ও কমিশনকে আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানাতে বলে আদালত। বেলা ১২টায় দ্বিতীয় পর্বে ফের শুনানি শুরু হলে অ্যাডভোকেট জেনারেল বিমল মুখোপাধ্যায় দিনক্ষন নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি।
শুক্রবার সাড়ে দশটায় মামলার ফের শুনানি হবে।