কলকাতায় আসতে গেলে প্রয়োজন Covid- নেগেটিভ রিপোর্ট, জানাল এয়ারপোর্ট অথরিটি

রিপোর্ট যদি নেগেটিভ হয় তবেই বিমানে যাত্রা করার অনুমতী মিলবে।

Updated By: Apr 14, 2021, 02:47 PM IST
কলকাতায় আসতে গেলে প্রয়োজন Covid- নেগেটিভ রিপোর্ট, জানাল এয়ারপোর্ট অথরিটি

নিজস্ব প্রতিবেদন: কলকাতায়  আসতে গেলে প্রয়োজন হবে কোভিড নেগেটিভ রিপোর্ট, এমনটাই জানিয়ে দিল কলকাতা এয়ারপোর্ট অথরিটি। জানা গিয়েছে, মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা, তেলেঙ্গানা থেকে কলকাতায় আসতে গেলে লাগবে কোভিড পরীক্ষা। 

 রাজ্য সরকারের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। আজ (বুধবার )  টুইট করে  কলকাতা এয়ারপোর্ট অথরিটি এই নিয়ম জানায়। টুইটে উল্লেখ ছিল, রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা, তেলেঙ্গানা থেকে কলকাতায় আসতে গেলে ৭২ ঘন্টা আগে কোভিড RT-PCR টেস্ট করাতে হবে।

 

রিপোর্ট যদি নেগেটিভ হয় তবেই বিমানে যাত্রা করার অনুমতী মিলবে।  এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে যাত্রীদের জন্য একটি লিঙ্কও দেওয়া হয়েছে অথরিটির টুইটে।

.