আদালতে পেশ করা হল কাউ ও মুন্নাকে

রাজ্যের দুটো ভিন্ন ঘটনা। আর সেই ঘটনায় তৃণমূলের দুই কাউন্সিলরকে আদালতে পেশ করা হচ্ছে। এতে তৃণমূলের অস্বস্তি চরমে উঠেছে।

Updated By: Apr 17, 2013, 09:26 AM IST

আজ আদালতে পেশ করা হবে শম্ভুনাথ কাউ ও মহম্মদ ইকবালকে। ইতিমধ্যেই আদালতে নিয়ে আসা হয়েছে মহম্মদ ইকবাল ওরফে মুন্নাকে। জেলা দায়রা আদালতে তার জামিনের আবেদনের শুনানিও হয়েছে। তবে জামিন নিয়ে আদালত এখনও কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি।  তেসরা এপ্রিল গার্ডেনরিচ কাণ্ডে অভিযুক্ত মহম্মদ ইকবাল অরফে মুন্নাকে চোদ্দ দিনের জেল হেফাজত দেয় আদালত।
মাঠপুকুরে তৃণমূল নেতা অধীর মাইতি খুনে অভিযুক্ত, তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের ১৭ এপ্রিল পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। তাঁকেও আজ আদালতে পেশ করা হবে। শম্ভুনাথ কাউয়ের সমর্থনে কয়েকশো তৃণমূল সমর্থক আজ আদালত চত্বরে বিক্ষোভ দেখান। আগে যখন কাউকে আদালতে পেশ করা হয়েছিল, সেসময় নিহত অধীর মাইতির পরিবারের লোকজন বিক্ষোভ দেখিয়েছিলেন। মহম্মদ ইকবালকে এই মামলায় ফাঁসানো হয়েছে এই অভিযোগে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁর সমর্থকরা। বিক্ষোভের আশঙ্কা থাকায় আজ আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন আছে মহিলা পুলিসও।

.