আরএসএসের সঙ্গে যুঝতে সঙ্ঘের মতোই কমরেডদের কসরতের নিদান সিপিএমের!

কোঝিকোড় পার্টি কংগ্রেসে এসএফআইআয়ের তত্কালীন সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খোলাখুলি বলেছিলেন,''সংসদীয় গণতন্ত্রে থেকে পার্টি অভিমুখ হারিয়ে ফেলেছে।''

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Feb 19, 2020, 09:04 PM IST
আরএসএসের সঙ্গে যুঝতে সঙ্ঘের মতোই কমরেডদের কসরতের নিদান সিপিএমের!

নিজস্ব প্রতিবেদন: অনুশীলন সমিতির বীজ বাংলা থেকে নাগপুরে নিয়ে গিয়েছিলেন মেডিক্যাল কলেজের ছাত্র কেশব বলিরাম হেডগেওয়ার। আরএসএসের সূচনালগ্ন থেকে বিশেষ নজর দেওয়া হয়েছিল শরীরগঠনে। যার ব্যত্যয় আজও হয়নি। শাখায় নিয়মিত লাঠিখেলা থেকে নানা ধরনের শারীরিক কসরত করতে হয় কর্মীদের।  এবার সঙ্ঘের আদলেই কমরেডদের শারীরিকভাবে সবল করে তোলার উদ্যোগ নিল সিপিএম। পার্টির গোপন চিঠিতে জোর দেওয়া হয়েছে শরীরচর্চায়।                

শোনা যায়, এককালে ডাম্বেল ভাঁজতেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬৯ বছর বয়সেও তাঁর হাঁটাচলায় স্পষ্ট, নিয়মিত শরীরচর্চা, যোগ করেন। ২০১৮ সালে বিরাট কোহলির চ্যালেঞ্জ গ্রহণ করে নিজের শরীরচর্চার ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন মোদী। তাঁর উদ্যোগেই ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের ঘোষণা করেছে রাষ্ট্রসঙ্ঘ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও একাধিকবার লাঠিখেলায় তাঁর মুন্সিয়ানা দেখিয়েছেন। খেটে খাওয়া মানুষের প্রতিনিধি বলে নিজেদের দাবি করে সিপিএম। তবে সঙ্ঘ ও বিজেপির সঙ্গে লড়াই করতে হলে বাহুতে জোর না থাকলে চলবে না! তা বোধহয় বুঝতে পেরেছেন নেতারা। পার্টি কর্মীদের দেওয়া গোপন চিঠিতে লেখা হয়েছে,''ক্যাডার ও সদস্যদের সুস্থ এবং সতেজ রাখতে শারীরিক ব্য়ায়াম আমাদের প্রশিক্ষণের মধ্যে রাখতে হবে। পার্টি স্কুলে শারীরিক প্রশিক্ষণকে যুক্ত করতে হবে।'' 

আরএসএসের পথেই কি চলছে সিপিএম? এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন,''এর মধ্যে অনুকরণের কিছু নেই। নতুন প্রজন্ম ফাস্ট ফুড খায়। তাদের শরীরের দিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে।''    

 

কোঝিকোড় পার্টি কংগ্রেসে এসএফআইআয়ের তত্কালীন সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খোলাখুলি বলেছিলেন,''সংসদীয় গণতন্ত্রে থেকে পার্টি অভিমুখ হারিয়ে ফেলেছে।'' বস্তুত বারেবারেই প্রশ্ন উঠেছে, সিপিএম কি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? বামপন্থী দল তো গোপনে নিজেদের সম্প্রসারণ করে। তেমন গোপনবাহিনী কেন গড়ে তুলতে পারছে সিপিএম? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক পি সুন্দরাইয়া খেদপ্রকাশ করেছিলেন, বিপ্লব ছেড়ে সংসদীয় গণতান্ত্রিক দলে পরিণত হয়েছে সিপিএম। যা কমিউনিস্ট পার্টির চরিত্রবিরোধী। অস্তিত্ব সংকটে কি সুন্দরাইয়ার লাইনে আগামী দিনে 'বিপ্লব'-এর পথ তৈরি করতে কসরতে জোর দিচ্ছে সিপিএম? 

আরও পড়ুন- যুগের হাওয়ায় মন্দির কমিটিতে 'ধর্মনিরপেক্ষ ভক্ত'-এর সওয়াল সিপিএমে 

.