স্বরাষ্ট্রমন্ত্রী নন, উনি অনিষ্টমন্ত্রী, রবিবার পথে থাকবে বামেরা, হুঙ্কার সেলিমের

রবিবার কলকাতার শহিদ মিনারে অমিত শাহের সভা। 

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Feb 29, 2020, 10:27 PM IST
স্বরাষ্ট্রমন্ত্রী নন, উনি অনিষ্টমন্ত্রী, রবিবার পথে থাকবে বামেরা, হুঙ্কার সেলিমের

নিজস্ব প্রতিবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী নন, উনি অনিষ্টমন্ত্রী। অমিত শাহের রাজ্য সফরের আগে কটাক্ষ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তিনি হুঁশিয়ারি দিলেন, আগামিকাল পথে থাকবে বামেরা।  
        
রবিবার শহিদ মিনারে সভা করতে আসছেন অমিত শাহ। পুরভোটের আগে সিএএ নিয়ে ধন্দ কাটানোর তাঁর সভার উদ্দেশ্য। তদুপরি দিল্লির হিংসার পর পশ্চিমবঙ্গের সভা আলাদা তাত্পর্য বহন করছে। কিন্তু অমিতের পথে কাঁটা বিছিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বামেরা। রবিবার পথে নেমে 'অমিত শাহ গো ব্যাক' স্লোগান দেওয়ার কর্মসূচি ছাত্র-যুবদের। ইতিমধ্যেই ধর্ম-মত নির্বিশেষে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মহম্মদ সেলিম। শনিবার সিপিএমের পলিটব্যুরোর সদস্য বলেন,''উনি স্বরাষ্ট্রমন্ত্রী নন, অনিষ্টমন্ত্রী। সিএএ সমর্থনের সভা করতে আসছেন। আইন পাসের পর সেটা বোঝাতে জায়গায় জায়গায় জনসভা করে বেড়াতে হচ্ছে। ওনার একটাই লক্ষ্য, ঘৃণার বাতাবরণ তৈরি করা। আগামিকাল পথে থাকবে বামেরা।'' 

দিল্লির হিংসার কথা তুলে ধরে টুইট করেছিলেন জাভেদ আখতার। তাঁকে সাম্প্রদায়িক বলে নিশানা করেছেন বাবুল সুপ্রিয়। ওই প্রসঙ্গে সেলিম বলেন, ''পরিবেশমন্ত্রী পরিবেশ নিয়ে একটা বাক্যও খরচ করেন না। স্লোগান দেওয়াও ভুলে গিয়েছেন।''

আগামিকাল, রবিবার কলকাতার শহিদ মিনারে অমিত শাহের সভা। ওই সভার প্রস্তুতিও তুঙ্গে। তবে ছুটির দিন কলকাতা শহর দেখতে চলেছে সভা ঘিরে দুই শিবিরের রাজনৈতিক লড়াই। অমিত শাহকে কালো পতাকা দেখানোর কর্মসূচি বাম ছাত্র-যুবদের। এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ইতিমধ্যেই জানিয়েছেন,''কালো পতাকা দেখিয়ে দাঙ্গাবাজ অমিত শাহকে স্বাগত জানাব। ওনাকে কলকাতায় এলে ভয়ে থাকতে হবে। কলকাতার মাটিতে অমিত শাহ ধর্মের বীজ পুঁততে দেব না।'' একই সুরে DYFI-এর রাজ‍্যসম্পাদক সায়নদীপ মিত্রও জানান,নরেন্দ্র মোদীকে যেভাবে বাংলায় স্বাগত জানানো হয়েছিল, সেই ভাষাতেই অমিত শাহকে স্বাগত জানান হবে।      

আরও পড়ুন- ছবি: শহিদ মিনার ঘেরা হল ব্যারিকেডে, অমিতের সভায় ধরতে পারে মাত্র ১৫ হাজার লোক

 

.