গোষ্ঠী দ্বন্দ্বের জেরে ভেঙে গেল তৃণমূলের কর্মী সংগঠন

গোষ্ঠী দ্বন্দ্বের জেরে ভেঙে গেল তৃণমূলের কর্মী সংগঠন। গত বছর মার্চে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাঁচটি সংগঠনকে এক ছাতার তলায় নিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বছর ঘুরতে না ঘুরতেই আট ভাগে ভাগ হয়ে যায় সেই সংগঠন।লোকসভা ভোটের আগে ফের একবার নতুন সংগঠন তৈরির উদ্যোগ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামিকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সংগঠনের প্রথম সম্মেলন। সরকারি কর্মীদের আশা, ওই সভা থেকেই বকেয়া ডিএ-র একাংশের কথা ঘোষণা করা হতে পারে।

Updated By: Feb 21, 2014, 11:50 PM IST

গোষ্ঠী দ্বন্দ্বের জেরে ভেঙে গেল তৃণমূলের কর্মী সংগঠন। গত বছর মার্চে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাঁচটি সংগঠনকে এক ছাতার তলায় নিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বছর ঘুরতে না ঘুরতেই আট ভাগে ভাগ হয়ে যায় সেই সংগঠন।লোকসভা ভোটের আগে ফের একবার নতুন সংগঠন তৈরির উদ্যোগ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামিকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সংগঠনের প্রথম সম্মেলন। সরকারি কর্মীদের আশা, ওই সভা থেকেই বকেয়া ডিএ-র একাংশের কথা ঘোষণা করা হতে পারে।

রাজ্যে নতুন সরকার আসার পর সমস্ত সরকারি কর্মচারী সংগঠনকে এক ছাতার তলায় আনার উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক ভাবে তৃণমূলের স্বীকৃতি প্রাপ্ত পাঁচটি সংগঠনকে জুড়ে দিয়ে নতুন সংগঠন তৈরি করা হয়। দু হাজার তেরোর নয়ই মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নতুন ওই সংগঠনের আনুষ্ঠানিক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কিন্তু কয়েক মাসের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আট টুকরো হয়ে যায় ওই সংগঠন। এ বার টুকরো হয়ে যাওয়া ওই সংগঠনকেই আবার নতুন করে এক ছাতার তলায় নিয়ে আসার
উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন কলেবরে, নতুন নামে শনিবার সেই নেতাজি ইন্ডোরেই সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগে রাজ্য কো-অর্ডিনেশন কমিটির পাল্টা হিসেবে এই সংগঠনকেই সক্রিয় করে তুলতে চান তৃণমূল নেতৃত্ব।

.