Narayan Debnath Dies: প্রয়াত 'হাঁদা ভোঁদা'র স্রষ্টা নারায়ণ দেবনাথ
বয়স হয়েছিল ৯৭ বছর।
নিজস্ব প্রতিবেদন : সাহিত্য জগতে নক্ষত্রপতন। প্রয়াত নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। শূন্য বাংলা কমিকসের (Comics) দুনিয়া। 'হাঁদা ভোঁদা', 'নন্টে-ফন্টে' এবং 'বাঁটুল দি গ্রেটে'র মত বিভিন্ন কালজয়ী কমিকসের স্রষ্টা (Comic Artist) তিনি। আজ সকালে কিংবদন্তির জীবনাবসান হয়। এদিন সকাল সোয়া ১০টা নাগাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'পদ্মশ্রী' (Padmashree) লেখক। হাসপাতালের তরফে এমনটাই জানানো হয়েছে।
২৪ ডিসেম্বর থেকে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। ব্লাড স্টুলের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতির জন্য শনিবার রাতে তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। বাইপ্যাপও দেওয়া হয়েছিল তাঁকে। এরপর আজ সকাল থেকে অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হয়ে যায়। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। ১৯২৫-এর ২৫ নভেম্বর হাওড়ার শিবপুরে তাঁর জন্ম হয়। স্বনামধন্য শিশু সাহিত্যিক, কমিক শিল্পী নারায়ণ দেবনাথের প্রয়াণে সাহিত্য জগতে নেমে এসেছে শোকের ছায়া।
১৯৬২ সালে প্রথম প্রকাশিত হয় 'হাঁদা ভোঁদা' (Handa Vonda)। ১৯৬৫ সালে প্রথম প্রকাশিত হয় 'বাঁটুল দি গ্রেট' (Batul The Great)। ১৯৬৯ সালে প্রথম প্রকাশিত হয় 'নন্টে ফন্টে' (Nonte Phonte)। ১৯৮২ সালে প্রথম প্রকাশিত হয় 'বাহাদুর বেড়াল'। ঝুলিতে এসেছে অসংখ্য সম্মান। ২০০৭ সালে পান রাষ্ট্রপতির বিশেষ পুরস্কার। ২০১৩ সালে 'বঙ্গ বিভূষণ' সম্মান পান নারায়ণ দেবনাথ। ওই বছরই পান 'সাহিত্য অ্যাকাডেমি'। ২০১৫-তে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে 'ডিলিট' উপাধি দেয়। এরপর ২০২১ সালে বর্ষীয়ান কমিক শিল্পীকে 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত করে ভারত সরকার। গত বৃহস্পতিবার তাঁর হাতে পদ্মশ্রী পুরষ্কার তুলে দিয়েছিলেন মন্ত্রী অরূপ রায় এবং অতিরিক্ত মুখ্য সচিব বিপি গোপালিকা।
নারায়ণ দেবনাথের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। শোকবার্তায় তিনি লিখেছেন, "বিশিষ্ট শিশুসাহিত্যশিল্পী ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৭ বছর। বাঁটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল প্রভৃতি চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ সব বয়সের পাঠকের মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৩ সালে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদান করে। রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী সম্মান, সাহিত্য অকাদেমি পুরস্কার ছাড়াও তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি লিট ডিগ্রি পান। তাঁর প্রয়াণে কমিকস্ শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি নারায়ণ দেবনাথের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।" টুইটও করেন মুখ্যমন্ত্রী,
Extremely sad that the noted litterateur, illustrator, cartoonist, and creator of some immortal characters for children's world, Narayan Debnath is no more. He had created Bantul the Great, Handa- Bhonda, Nonte- Fonte, figures that have been etched in our hearts for decades.
— Mamata Banerjee (@MamataOfficial) January 18, 2022
শোকপ্রকাশ করে টুইট করেছেন রাজ্য়পাল জগদীপ ধনখড়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। প্রসঙ্গত, গত ডিসেম্বর হাওড়া শিবপুরে 'পদ্মশ্রী' সাহিত্যিকের বাড়ি গিয়ে অসুস্থ নারায়ণ দেবনাথের সঙ্গে দেখা করেছিলেন রাজ্য়পাল।
Sad at demise of Padma Shri #NarayanDebnath legendary cartoonist and creator of immortal characters Bantul the Great, Handa- Bhonda, Nonte- Fonte for children's world.
Huge loss to the world of literary creativity and comics. My thoughts are with his family, friends and fans. https://t.co/PM70ymyCsM pic.twitter.com/eZwAboDmhN
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 18, 2022
Legendary cartoonist Narayan Debnath; creator of immortal fictional characters like 'Batul the Great', 'Handa Bhonda' & 'Nante Fante' has passed away.
His legacy will always be cherished by children and grown ups alike.
Condolences to family and countless admirers. Om Shanti— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 18, 2022
আরও পড়ুন, ১৮ বছরের দাম্পত্যে ইতি, বিবাহ বিচ্ছেদের পথে ঐশ্বর্য-ধনুশ