ভুয়ো কল করে ডেবিট কার্ড প্রতারণা, দিল্লি থেকে অভিযুক্ত গ্রেফতার

ভুয়ো কল করে ডেবিট কার্ড প্রতারণা । দিল্লি থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস । ঘটনার সূত্রপাত এবছরের ৪ মার্চ। সল্টলেকের বাসিন্দা শ্রী চক্রবর্তীকে ফোন করেন ধৃত। নিজের পরিচয় দেন স্টেটব্যাঙ্কের ম্যানেজার। চক্রবর্তী বাবুর কাছে তাঁর ডেবিট কার্ড সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়। চক্রবর্তীবাবু তা বলে দেওয়ার পর বুঝতে পারেন ১ লক্ষ ৯৮ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তড়িঘড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ  দায়ের করেন তিনি। তদন্তে মেনে মূল অভিযুক্ত যতীন যাদবকে দিল্লির অশোক নগর থেকে গ্রেফতার করে পুলিস। তার কাছ থেকে সিম কার্ড ও মোবাইল সিম উদ্ধার হয়েছে।

Updated By: May 7, 2017, 08:46 PM IST
ভুয়ো কল করে ডেবিট কার্ড প্রতারণা, দিল্লি থেকে অভিযুক্ত গ্রেফতার

ওয়েব ডেস্ক: ভুয়ো কল করে ডেবিট কার্ড প্রতারণা । দিল্লি থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস । ঘটনার সূত্রপাত এবছরের ৪ মার্চ। সল্টলেকের বাসিন্দা শ্রী চক্রবর্তীকে ফোন করেন ধৃত। নিজের পরিচয় দেন স্টেটব্যাঙ্কের ম্যানেজার। চক্রবর্তী বাবুর কাছে তাঁর ডেবিট কার্ড সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়। চক্রবর্তীবাবু তা বলে দেওয়ার পর বুঝতে পারেন ১ লক্ষ ৯৮ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তড়িঘড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ  দায়ের করেন তিনি। তদন্তে মেনে মূল অভিযুক্ত যতীন যাদবকে দিল্লির অশোক নগর থেকে গ্রেফতার করে পুলিস। তার কাছ থেকে সিম কার্ড ও মোবাইল সিম উদ্ধার হয়েছে।

দারুচিনির গুণাগুণগুলি জেনে নিন

.