নতুন বাস, ঠাসা যাত্রী নিয়েও টিকিট সমস্যায় লোকসানে চলছে CSTC

Updated By: Jan 6, 2015, 05:02 PM IST
নতুন বাস, ঠাসা যাত্রী নিয়েও টিকিট সমস্যায় লোকসানে চলছে CSTC

ঝাঁ চকচকে নতুন বাস। নতুন রুট। ঠাসা যাত্রী। তবু লোকসান? রাষ্ট্রায়ত্ত পরিবহণ নিগম CSTCর সমস্যার তালিকায় নয়া সংযোজন এটাই। কারণ? টিকিট।

কলকাতায় এসি ও নন এসি মিলিয়ে এই মুহুর্তে মোট ৩৫২টি বাস চলছে CSTC -র। প্রতিটি বাস প্রতিদিন ২ ট্রিপ অর্থাত ৪ বার যাতায়াত করে। টিকিট সংকটের জেরে প্রতিবার যাতায়াতে প্রতিটি বাসপিছু গড়ে ২৫ টাকা করে ক্ষতি হচ্ছে। অর্থাত দৈনিক মোট ক্ষতির পরিমান ৩৫ হাজার ২০০ টাকা। এভাবে চললে ১ মাসে মাসে CSTCর মোট ক্ষতির পরিমান গিয়ে দাঁড়াবে ১০ লক্ষ ৬০০০ টাকায়।

CSTC-র টিকিট ছাপা হয় সরস্বতী প্রেসে। সেখানে টাকার অঙ্ক ছাড়া বাকি সবকিছু, অর্থাত সিরিয়াল নম্বর, ডকেট নম্বর এবং অ্যানুয়াল লগ নম্বর লেখা থাকে। সেই টিকিট চলে আসে নীলগঞ্জ ওয়ার্কশপে CSTCর  নিজস্ব ছাপাখানায়। সেখানে টাকার অঙ্ক বসানো হয়। দুটি ছাপাখানাই এই মুহুর্তে পরিকাঠামো এবং কর্মী সংকটে জেরবার। তাই লোকসান হচ্ছে বুঝেও কার্যত নিরুপায় পরিবহণ নিগম।

 

.