Cyclone Remal Latest Update: রিমালের তাণ্ডবে কলকাতায় ভাঙল বাড়ি, গোসাবায় প্রাণহানি...

Cyclone Remal Latest Updates: ঘূর্ণিঝড় রিমালের দাপটে কলকাতা ব্যাপক বৃষ্টি চলবে বলে আগে থেকেই পূর্বাভাস ছিল। কলকাতা পুরসভার কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

Updated By: May 27, 2024, 11:25 AM IST
Cyclone Remal Latest Update: রিমালের তাণ্ডবে কলকাতায় ভাঙল বাড়ি, গোসাবায় প্রাণহানি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আছড়ে পড়ার পরই তাণ্ডব শুরু করেছে রিমাল। ইতিমধ্যেই স্থলভাগে ঢুকে পড়েছে 'সাইক্লোন আই'। ঘূর্ণিঝড়ের দাপটে ব্যাপক ঝড়বৃষ্টি চলছে সুন্দরবন অঞ্চলে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে একজন আহত হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। গাছ পড়ে আহত হয়েছেন তিনি। অন্যদিকে, রিমালের দাপটে প্রাণহানিও ঘটেছে। গোসাবাতেই রিমালের দাপটে মৃত্যুর খবর সামনে এসেছে।  ৫ গবাদি পশুর প্রাণ কেড়েছে রাক্ষুসে ঘূর্ণিঝড় রিমাল। 

অন্যদিকে, কলকাতাতেও বৃষ্টি চলছে। ঘূর্ণিঝড় রিমালের দাপটে কলকাতা ব্যাপক বৃষ্টি চলবে বলে আগে থেকেই পূর্বাভাস ছিল। ইতিমধ্যেই রিমালের দাপটে কলকাতায় বাড়ি ভেঙে আহত হয়েছেন ১ জন। পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কিছু কিছু জায়গায় গাছ পড়ে গিয়েছে। গাছ কেটে রাস্তা পরিস্কার করা হচ্ছে যুদ্ধকালীন তত্পরতায়। এখনও কোথাও জল জমেনি। কলকাতা পুরসভার কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এমনটাই জানান মেয়র ফিরহাদ হাকিম। বিপজ্জনক বাড়িগুলি নিয়েই বেশি চিন্তা বলে জানান তিনি। বাড়ি ভেঙে আহত ব্যক্তিকে এনআরএস-এ নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান মেয়র। তাঁর কপালে চোট লেগেছে।

ওদিকে হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মোট ৪ ঘণ্টার ল্যান্ডফল প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড়ের। ঘণ্টায় ১৩৫ কিমি বেগে ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড়ের। এগিয়ে আসছিল খুব দ্রুত গতিতে। শেষে বাংলাদেশ ও লাগোয়া পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ে ঘুর্ণিঝড় রিমাল! প্রতি ঘণ্টায় ৩ কিমি করে গতি বাড়াচ্ছিল রিমাল। স্থলভাগের দিকে এগোচ্ছিল ১৬ কিলোমিটার বেগে। সর্বোচ্চ গতিবেগ পৌঁছে যায়  ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। রাত ৯টা নাগাদ রিমালের সামনে অংশের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। 

আরও পড়ুন, Vande Bharat: ঝড়েও থামছে না বন্দে ভারত! সোমে হাওড়া থেকে ছাড়বে ট্রেন..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.