DA Movement: 'বৈঠকের নিটফল শূন্য', কলকাতায় মহামিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের

হাইকোর্টের নির্দেশে নবান্নে DA আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব। 

Updated By: Apr 21, 2023, 06:51 PM IST
DA Movement: 'বৈঠকের নিটফল শূন্য', কলকাতায় মহামিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের

সুতপা সেন: 'বৈঠকের নিটফল শূন্য'! বকেয়া DA-র দাবিতে এবার মহামিছিলের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। কবে? আগামী ৬ মে। শুধু তাই নয়, ২৭ ও ২৯ এপ্রিল ধরনা অবস্থান চলবে সব জেলায়।

বকেয়া ডিএ মিলবে কবে? ধর্মতলায় সরকারি কর্মচারীদের ধরনা চলছে এখনও। হাইকোর্টের নির্দেশে এদিন নবান্নে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব। বৈঠকে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের ৫ জন, কো-অর্ডিনেশন কমিটি ২ ও কর্মচারী ফেডারেশনের ২ জন প্রতিনিধি।

আরও পড়ুন: Saugata Roy's Wife Death: 'ডলিস টি' মাতৃহারা, প্রয়াত সৌগত-পত্নী

নবান্নের ১৩ তলায় প্রায় ১ ঘণ্টা ধরে চলে বৈঠক। বাইরে বেরিয়ে আন্দোলনকারীরা বলেন,'বৈঠকের নিটফল জিরো। বৈঠক সম্পূর্ণরূপে ব্যর্থ'। কেন? তাঁদের দাবি, 'কোনও ইতিবাচক সমাধানসূত্র দিতে পারেনি সরকার। মুখ্যমন্ত্রী যা বলেন, সেকথা বসেছেন সরকারি আধিকারিকরা। পশ্চিবঙ্গ সরকারের এমন কোনও আর্থিক সংকট নেই, যার জন্য বকেয়া ডিএ দেওয়া যাচ্ছে না। আমরা পরিষ্কার জানিয়েছি,এ রাজ্য়ের শিক্ষক কর্মচারীরা কারও ভিক্ষার আশা রাখে না। তাঁরা অধিকার আদায় করে নেবে'।

এর আগে, গত সোমবার DA আন্দোলনকারীদের সঙ্গে সরকারকে আলোচনায় বসার নির্দেশ দেয় হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, 'বারবার ধর্মঘট বা কর্মবিরতি কোনও সুস্থ প্রশাসনের অঙ্গ হতে পারে না'। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.