বাঘাযতীনে পরপর তিনটি স্কুলে ডাকাতি, এলাকায় চাঞ্চল্য

পরপর তিনটি স্কুলে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঘাযতীন এলাকায়। তছনছ করা হয়েছে স্কুল। লুঠ হয়েছে ভর্তির ফি, স্কুল ফান্ডের টাকা। বাঘাযতীন গার্লস, বয়েজ এবং প্রাথমিক স্কুলে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।

Updated By: Nov 22, 2014, 10:32 AM IST

ওয়েব ডেস্ক: পরপর তিনটি স্কুলে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঘাযতীন এলাকায়। তছনছ করা হয়েছে স্কুল। লুঠ হয়েছে ভর্তির ফি, স্কুল ফান্ডের টাকা। বাঘাযতীন গার্লস, বয়েজ এবং প্রাথমিক স্কুলে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।

স্কুলের গেট এবং এরপর দরজা ভেঙে ভিতরে ঢোকে ডাকাত দল। চার সশস্ত্র দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও ভোজালি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বাঘাযতীন গার্লস স্কুলে ঢোকার মুখে রক্ষী ও তাঁর স্ত্রীকে বেঁধে রাখে তারা।         

ঘটনায় আতঙ্কিত এলাকার স্থানীয় বাসিন্দারা। অনেকেই বলছেন, এলাকায় আপাত শান্তি থাকলেও সমাজবিরোধী কাজ দিন দিন বাড়ছে। পুলিসি নিষ্কৃয়তার অভিযোগও তুলছেন সাধারণ মানুষরা।

.