ঢাকনাহীন লাইটপোস্ট, খোলা বক্স! মা উড়ালপুলে পায়ে পায়ে 'মৃত্যুফাঁদ'
পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে দশ কিলোমিটার মা ফ্লাইওভারে রয়েছে প্রায় আড়াইশোটি লাইটপোস্ট।
নিজস্ব প্রতিবেদন : চিনা মাঞ্জার পর এবার মা উড়ালপুলে নতুন বিপদ। ঢাকনাহীন লাইটপোস্ট। পোস্টের নীচের বক্স খোলা অবস্থায় পড়ে। আর সেই বক্স থেকে বিপজ্জনকভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তার। ওঁত পেতে রয়েছে বিপদ। একটু অসতর্ক হলেই ঘটে যেতে পারে মারাত্মক কোনও ঘটনা।
কলকাতার গর্ব মা উড়ালপুল। রাজ্যের দীর্ঘতম এই উড়ালপুল যান চলাচল ব্যবস্থায় নয়া মাত্রা যোগ করেছে। শহরের এক প্রান্ত থেকে বাইপাস লাগোয়া অঞ্চল কিম্বা এয়ারপোর্ট পৌছতে মানুষের ভরসা মা। পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে দশ কিলোমিটার মা ফ্লাইওভারে রয়েছে প্রায় আড়াইশোটি লাইটপোস্ট। বিপদ যেন ওঁত পেতে রয়েছে এখানে। বেশিরভাগ পোস্টের নীচের বক্স খোলা অবস্থায় পড়ে রয়েছে। আর সেখান থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তার।
আরও পড়ুন, রেলের কড়া চিঠিতে হুঁশ ফিরল রাজ্যের, পাঠানো হল মাঝেরহাট ব্রিজের নকশা
আরও পড়ুন, স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের একবার বন্ধ রাখা হবে উল্টোডাঙা উড়ালপুর
এখন প্রশ্ন উঠছে, এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তায় রক্ষণাবেক্ষণের এমন অবহেলা কেন? মা ফ্লাইওভারের গর্ব কি এতে একটু হলেও ক্ষুণ্ণ হচ্ছে না? এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।