দলতন্ত্রের ইঙ্গিত দিয়ে নাট্য অ্যাকাডেমি সদস্যপদ থেকে পদত্যাগ দেবেশের

পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি থেকে পদত্যাগ করলেন দেবেশ চট্টোপাধ্যায়। তবে অ্যাকাডেমি ছাড়ার আগে দলতন্ত্রের ইঙ্গিত দিয়ে গেলেন এই বিশিষ্ট নাট্যকার। দেবেশ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজনীতিমুক্ত থিয়েটার তিনি চেয়েছিলেন। কিন্তু তা কি পাননি? এর জবাব সময় এলেই দেবেন বলে মন্তব্য করেছেন তিনি।  

Updated By: Jan 7, 2015, 04:56 PM IST
দলতন্ত্রের ইঙ্গিত দিয়ে নাট্য অ্যাকাডেমি সদস্যপদ থেকে পদত্যাগ দেবেশের

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি থেকে পদত্যাগ করলেন দেবেশ চট্টোপাধ্যায়। তবে অ্যাকাডেমি ছাড়ার আগে দলতন্ত্রের ইঙ্গিত দিয়ে গেলেন এই বিশিষ্ট নাট্যকার। দেবেশ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজনীতিমুক্ত থিয়েটার তিনি চেয়েছিলেন। কিন্তু তা কি পাননি? এর জবাব সময় এলেই দেবেন বলে মন্তব্য করেছেন তিনি।  

২০১১ সালে রাজ্যে ক্ষমতা বদলের পর নাট্য অ্যাকাডেমির সদস্য হন দেবেশ চট্টোপাধ্যায়। মাত্র তিন বছরেই সে পদ ছেড়ে দিলেন এই নাট্যকার। ছেড়ে দিয়েছেন মিনার্ভা সংস্কৃতি চর্চা এবং নাট্যস্বজন-ও।  

তিনি একদিকে বলছেন, ব্যক্তিগত কারণে পদত্যাগ। সময় দিতে না পারায় ইস্তফা। কিন্তু সেই তিনিই আবার বলেছেন, অন্য কারণের কথাও।

দেবেশ চট্টোপাধ্যায় সরাসরি যা বলেননি, তা বলেছেন আরেক নাট্যব্যক্তিত্ব মণীশ মিত্র। কিছুদিন আগে নাট্য অ্যাকাডেমি ছেড়েছেন তিনি নিজেও। খোলাখুলিই জানিয়েছেন তাঁর ছাড়ার কারণ।  কারণ হিসাবে তিনি জানিয়ে ছিলেন দলতন্ত্রের কথা। দলতন্ত্রের কথা অবশ্য মানতে নারাজ শাসকপক্ষ।

.