ছাড়া পেলেন দেবযানী
এসএসকেএম হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল সারদা চিটফান্ড কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে। সকালে কয়েকটি রুটিন পরীক্ষার পর তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছে, বড় কোনও শারীরিক সমস্যা নেই দেবযানীর। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি শারীরিক দূর্বলতা, ডিহাইড্রেশন এবং ইউরিনের সমস্যাও অনেকটাই কেটে গেছে দেবযানীর।
এসএসকেএম হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল সারদা চিটফান্ড কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে। সকালে কয়েকটি রুটিন পরীক্ষার পর তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছে, বড় কোনও শারীরিক সমস্যা নেই দেবযানীর। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি শারীরিক দূর্বলতা, ডিহাইড্রেশন এবং ইউরিনের সমস্যাও অনেকটাই কেটে গেছে দেবযানীর।
মঙ্গলবার বারুইপুর আদালত থেকে নিউটাউন থানায় আসার পথে হঠাতই অসুস্থ হয়ে পড়েন দেবযানী। জিরলগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিতসকেরা এসএসকেএম হাসপাতালে রেফার করেন দেবযানীকে। রাতেই এসএসকেএমের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয় দেবযানীকে। রাতভর হাসপাতাল পর্যবেক্ষণে ছিলেন দেবযানী। দুপুর সাড়ে বারোটা নাগাদ এসএসকেএম থেকে দেবযানীকে নিয়ে রওনা হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিসের একটি দল। আপাতত দেবযানীকে সোনারপুর থানায় রাখা হচ্ছে।