ডেঙ্গির মশার লার্ভা পাওয়া গেল রাজাবাজার সায়েন্স কলেজে!

এবার এডিস মশার লার্ভা পাওয়া গেল রাজাবাজার সায়েন্স কলেজে।  ক্যাম্পাস জুড়ে থিকথিক করছে ডেঙ্গি ছড়ানো এডিস মশার লার্ভা। জানা গিয়েছে, ৪ অগাস্ট এই ক্যাম্পাসে প্রথম ডেঙ্গির লার্ভার সন্ধান মেলে। ডেঙ্গির লার্ভা সাফাইয়ের ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশও দেয় পুরসভা। কিন্তু, তারপরও টনক নড়েনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

Updated By: Aug 8, 2016, 02:24 PM IST
ডেঙ্গির মশার লার্ভা পাওয়া গেল রাজাবাজার সায়েন্স কলেজে!

ওয়েব ডেস্ক: এবার এডিস মশার লার্ভা পাওয়া গেল রাজাবাজার সায়েন্স কলেজে।  ক্যাম্পাস জুড়ে থিকথিক করছে ডেঙ্গি ছড়ানো এডিস মশার লার্ভা। জানা গিয়েছে, ৪ অগাস্ট এই ক্যাম্পাসে প্রথম ডেঙ্গির লার্ভার সন্ধান মেলে। ডেঙ্গির লার্ভা সাফাইয়ের ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশও দেয় পুরসভা। কিন্তু, তারপরও টনক নড়েনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

আরও পড়ুন হাইটেনশন লাইনের বিপদ কাটাতে উদ্যোগ এসবিআই পার্ক সর্বজনীন ক্লাবের উদ্যোক্তাদের

আজ ফের সাফাই অভিযানে যান পুরকর্মীরা। এবারও ক্যাম্পাস জুড়ে নতুন করে এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গিয়েছে। আজ বিশ্ববিদ্যালয়কে নতুন করে নোটিস দিয়েছে পুরকর্তৃপক্ষ। এবার ব্যবস্থা না নিলে আইনি পথে হাঁটার হুমকি দেওয়া হয়েছে।

.