ফের ডেঙ্গির সংক্রমণ কলকাতায়, আক্রান্ত বেহালার ১২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা

ফের ডেঙ্গির সংক্রমণ শহর কলকাতায়। কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নমিতা সরকারের রক্তে মিলেছে ডেঙ্গির জীবাণু। কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে তাঁর রক্ত পরীক্ষা করা হয়।

Updated By: Nov 3, 2013, 09:55 AM IST

ফের ডেঙ্গির সংক্রমণ শহর কলকাতায়। কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নমিতা সরকারের রক্তে মিলেছে ডেঙ্গির জীবাণু। কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে তাঁর রক্ত পরীক্ষা করা হয়।
ওই পরিবারের আরও সাতজন জ্বরে আক্রান্ত। তাঁদেরও রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও মশা নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নেয়নি পুরসভা। 
প্রসঙ্গত, ৭ অগাস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮৪। ডেঙ্গি মোকাবিলায় জোর দেওয়া হচ্ছে মশা নিয়ন্ত্রণে। জমা জলের বিষয়ে সেই সময় সতর্ক থাকতে বলা হয়েছে পুরসভাগুলিতে। সাধারণ মানুষকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পরামর্শ ছিল, জ্বর হলেই অবিলম্বে ডাক্তার দেখান।

.