ডেঙ্গি মকাবিলায় দায় এড়ালো স্বাস্থ্য দপ্তর
রাজ্যে ডেঙ্গি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এমনটাই দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। ডেঙ্গি আক্রান্তের ভিড়ে রোজ উপচে পড়ছে বেসরকারি হাসপাতাল-নার্সিংহোম গুলি। যদিও সেই পরিসংখ্যান মানতে নারাজ স্বাস্থ্য দফতর। সরকারি হিসেবে ৭অগাস্ট পর্যন্ত রাজ্য ডেঙ্গি আক্রান্তের সংখ্যা মাত্র আশি।
রাজ্যে ডেঙ্গি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এমনটাই দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। ডেঙ্গি আক্রান্তের ভিড়ে রোজ উপচে পড়ছে বেসরকারি হাসপাতাল-নার্সিংহোম গুলি। যদিও সেই পরিসংখ্যান মানতে নারাজ স্বাস্থ্য দফতর। সরকারি হিসেবে ৭অগাস্ট পর্যন্ত রাজ্য ডেঙ্গি আক্রান্তের সংখ্যা মাত্র আশি।
কলকাতা ও সংলগ্ন এলাকায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গি। সরকারি হাসপাতালের পাশাপাশি, বেসরকারি চিকিত্সা প্রতিষ্ঠানগুলিতেও উপচে পড়ছে ডেঙ্গি আক্রান্তের ভিড়। তবে ডেঙ্গি পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয় বলেই দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর।
কিন্তু, বাস্তব চিত্রটা অন্য। ইতিমধ্যেই বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে রক্ত পরীক্ষা করিয়েছেন বহু রোগী। যদিও সেই তথ্য খারিজ করে দিয়েছেন স্বাস্থ্য দফতর। একইসঙ্গে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলি প্রকৃত বিধি মেনে ডেঙ্গির পরীক্ষা করছে না বলেও অভিযোগ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলি ডেঙ্গি সংক্রান্ত তথ্য রাজ্য সরকারকে সরবরাহ করছে না বলেও অভিযোগ করেন তিনি।
ডেঙ্গি মোকাবিলায় সরকারের পদক্ষেপ কী? তা জানাতে শনিবার স্বাস্থ্যভবনে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। কিন্তু, সেই বৈঠক শেষ পর্যন্ত পরিণত হল সাফাই ও দায় এড়ানোর প্রচেষ্টাতে।