যুগ্ম কমিশনার পরিচয়ে Covishield চেয়ে কি স্বাস্থ্য দফতরকে চিঠি দিয়েছিল দেবাঞ্জন?

শনিবার দেবাঞ্জন দেবের (Debanjan Deb) কসবার অফিসে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে অভিযান চালায় তদন্তকারী দল। 

Updated By: Jul 3, 2021, 08:35 PM IST
যুগ্ম কমিশনার পরিচয়ে Covishield চেয়ে কি স্বাস্থ্য দফতরকে চিঠি দিয়েছিল দেবাঞ্জন?

নিজস্ব প্রতিবেদন: কোভিশিল্ড চেয়ে স্বাস্থ্য দফতরকে চিঠি দিয়েছিল দেবাঞ্জন দেব (Debanjan Deb)। নিজেকে পুরসভার যুগ্ম কমিশনার হিসেবে পরিচয় দিয়েছিল ওই চিঠিতে। ভুয়ো টিকাকাণ্ডের তদন্তে কসবার অফিসে তল্লাশি চালিয়ে ওই চিঠি উদ্ধার করেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে সেটি ভুয়ো বলে ধারণা তাঁদের। সূত্রের খবর, বিশ্বাসযোগ্যতা প্রমাণে এমন অনেক ভুয়ো চিঠিই লিখত দেবাঞ্জন দেব। তবে এই চিঠিটি সত্যিই সে স্বাস্থ্য দফতরে পাঠিয়েছিল কিনা, তা জানার চেষ্টা চলছে।     

 

শনিবার দেবাঞ্জন দেবের (Debanjan Deb) কসবার অফিসে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে অভিযান চালায় তদন্তকারী দল। শুক্রবার ওই অফিসের কর্মী ইন্দ্রজিৎ সাউকে গ্রেফতার করা হয়। আমহার্স্ট স্ট্রিটের সিটি কলেজে ভুয়ো টিকাকরণ শিবির আয়োজনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ইন্দ্রজিৎকে জেরার পর বেশ কিছু সূত্র খুঁজে পান তদন্তকারীরা। ওই সূত্র ধরে এ দিন দ্বিতীয়বার কসবার অফিসে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয়েছে বেশ কিছু জাল নথি এবং বিভিন্ন দফতরকে লেখা চিঠি। 'পুরসভার যুগ্ম কমিশনার' হিসেবে স্বাস্থ্য দফতরকে কোভিশিল্ড টিকা চেয়ে চিঠি দেয় দেবাঞ্জন (Debanjan Deb)। ওই চিঠিটি হাতে এসেছে তদন্তকারীদের। এর আগে সেরাম ইনস্টিটিউটকে ইমেল করেছিল সে। সূত্রের খবর, নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে বিভিন্ন দফতরে চিঠি লিখত। ধরা পড়ে যাওয়ার ভয়ে সেগুলি নিজের কাছেই রেখে দিত। স্বাস্থ্য দফতরকে লেখা চিঠিটিও তেমনই হবে বলে অনুমান গোয়েন্দাদের। তবে এর পিছনে সত্যি সত্যি স্বাস্থ্য দফতরের কারও হাত আছে কিনা, তা তদন্তসাপেক্ষ।              

 

স্বাস্থ্য দফতরকে ইতিমধ্যে চিঠি দিয়েছে লালবাজার। কসবার টিকা শিবিরের জন্য অনুমতি চাওয়া হয়েছিল কিনা তা জানতে চাওয়া হয়েছে তাতে। এখনও পর্যন্ত উত্তর আসেনি। অন্যদিকে, ইন্দ্রজিৎকে ৯ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

আরও পড়ুন- সূচনার ১৫ দিনের মধ্যে ৬২ লক্ষ চাষিকে অনুদান,'কৃষক প্রকল্পে' মোদীকে টেক্কা মমতার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

        

.