দুয়ারে রেশন নিয়ে সরব Dilip, পাল্টা আক্রমণ কুণালের
ভোট স্থগিত হওয়ায় বিরোধীদের দায়ি করছে সরকার
নিজস্ব প্রতিবেদন: বুধবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময়ে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে রেশন প্রকল্প নিয়ে আক্রমণ শানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন লোককে দেখাচ্ছে আপনাদের জন্য আমি খুব ভাবি কিন্তু মানুষ এটা চায়নি। কে পৌঁছাবে রেশন সেই প্রশ্নও তুলেছেন তিনি? লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশন, এগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বলেও জানিয়েছেন দিলীপ। ডিলারদের ভয় দেখিয়ে, চমকে বেশিদিন সরকার চালানো যায়না। দিল্লিতে ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি।
ভোট স্থগিত হওয়ায় বিরোধীদের দায়ী করছে সরকার। সেই বিষয়ে দিলীপ বলেন সরকার কথা শোনে না সেই কারনেই মানুষকে কোর্টে যেতে হয়। পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে তৃণমূল এই অভিযোগ তুলে তিনি বলেন যে বিজেপি প্রথম থেকেই সর্বত্র একসঙ্গে ভোট করার দাবি জানাচ্ছে।
আরও পড়ুন: BSF-র বিরুদ্ধে 'অশালীন' শব্দ প্রয়োগ; পশ্চিমবঙ্গ কি আলাদা দেশ? প্রশ্ন Suvendu-র
শেষে বিজপি নেতার অডিয়ো টেপ কান্ড নিয়ে তিনি বলেন এটা সমাজ ও রাজনীতিকে কলুষিত করার মতো ঘটনা। বিজপেতে এই ঘটনা যাকে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এই বিষয়ে বলবেন বলে পাশ কাটিয়ে যান দিলীপ। এর পরেও তিনি বলেন, বিধানসভা ভোটের আগে হাজার হাজার মানুষ বিজেপিতে এসেছিলেন। কেউ আছেন আবার অনেকেই চলে গেছেন। অন্যদিকে তৃণমূল নেতাদের বান্ডিল বান্ডিল টাকা নিতে দেখা গেছে বলেও অভিযোগ। কিন্তু সেসব ফেলে এখানে একটা অডিয়ো ক্লিপ নিয়ে হইচই হচ্ছে বলে অভিযোগ করে আগে টেপ যাচাই হওয়ার দাবি তুলেছেন দিলীপ।
দিলীপ ঘোষের আক্রমণের বিরুদ্ধে তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন সব পুরসভায় একসঙ্গে ভোটের দাবি বিজেপি করলেও, কেন কোভিডের সময়ে বিধানসভা ভোট একবারে না করিয়ে আট বারে করা হল।