'সরকারই এখন সবাইকে কামড়াচ্ছে', টেট-আন্দোলনকারীকে পুলিসের কামড় প্রসঙ্গে কটাক্ষ দিলীপের
যদিও অভিযুক্ত ওই পুলিসকর্মী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। উলটে দিন শেষে আক্রান্ত অরুণিমা পাল সহ টেট বিক্ষোভের কারণে গ্রেফতার ৩০ জন চাকরিপ্রার্থী। তবে পুলিসকর্মীর এ আচরণে নিন্দার ঝড় রাজনৈতিক মহলে।
অয়ন ঘোষাল: বুধবার ক্যামাক স্ট্রিটে টেট আন্দোলনের মাঝে পুলিসের কামড় খান এক চাকরিপ্রার্থী। অভিযোগ চাকরি প্রার্থীদের জোর করে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা হচ্ছিস। সেই সময় মহিলা পুলিস কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। তখনই এক পুলিসকর্মী এক আন্দোলনকারীর হাতে হঠাৎ কামড়ে দিয়ে দেন। যদিও অভিযুক্ত ওই পুলিসকর্মী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। উলটে দিন শেষে আক্রান্ত অরুণিমা পাল সহ টেট বিক্ষোভের কারণে গ্রেফতার ৩০ জন চাকরিপ্রার্থী। তবে পুলিসকর্মীর এ আচরণে নিন্দার ঝড় রাজনৈতিক মহলে।
আরও পড়ুন, Siddikullah Chowdhury: চোরের মায়ের বড় গলা, সিদ্দিকুল্লার বিরুদ্ধে বিস্ফোরক দলেরই নেতা
বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'সরকার সবাইকে কামড়াচ্ছে। অথৈ জলে পড়েছে। ডিএ নেই। ধর্না চলছে। চাকরি নেই। বেতন নেই। কিছুক্ষণ মুড চেঞ্জ করার জন্য উনি কখনও চেন্নাই যাচ্ছেন। কখনও দার্জিলিং যাচ্ছেন। সবকিছু হাতের বাইরে চলে গেছে। আর সামলানোর ক্ষমতা নেই। পুলিস তৃণমূলের ক্যাডার। পুলিসের প্রতি মানুষের ব্যবহারও পাল্টে যাচ্ছে। মানুষের ধৈর্যচ্যুতি ঘটেছে। সহ্যের সীমা পেরিয়ে গেছে। পুলিসকে দিয়ে তোলা তোলানো হচ্ছে। গরুর টাকা উঠছে। পুলিসের কাজ কি আমরা ভুলে গেছি।'
কেবল টেট নয়, ডেঙ্গু সচেতনতায় ফিরহাদ হাকিমের রাস্তায় নেমে প্রচারের ঘটনাকের কটাক্ষ করেন বিজেপি নেতা। কোদাল হাতে পথে মেয়রকে দেখে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ''এতদিন তো বলছিল কিছুই হয়নি। সব ঠিক আছে। তারপর হাসপাতালের সুপার, দলের নেতা, নেতার আত্মীয় ডেঙ্গি আক্রান্ত হওয়ায় পথে নেমেছেন। স্বীকার করুন যে পরিস্থিতি জটিল। বেঘোরে লোক মরছে। পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। পাপ আপনারা করেছেন। তার ফল আমাদের ভুগতে হচ্ছে।''
এদিন আপনার রায় অনুষ্ঠানে এসে ববি হাকিম বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের কাজের জন্য দল লজ্জিত। এবার তাতেই ফেটে পড়েন দিলীপ। তিনি বলেন, ''দেরিতে বুঝেছেন। লজ্জা আছে?'' তবে চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে দিলীপ ঘোষের দাবি, ''৬০০ দিন ধরে আন্দোলন চলছে। এটা কি শ্রেয়? একটা পরীক্ষা ঠিক করে নিতে পারেন না। একটা চাকরি দিতে পারেন না। কেউ দাবি করলে, তাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে পুলিস। এখানে জঙ্গি ঘাঁটি হচ্ছে। তাদের কিছু করতে পারে না। এদের দমিয়ে রাখছে!''