Health: স্বাস্থ্য দফতরে রদবদল, উত্তরকন্যায় বদলি স্বাস্থ্য অধিকর্তাকে
সরকারি হাসপাতালে রেফার কমাতে উদ্যোগী হয়েছিলেন তিনি।
![Health: স্বাস্থ্য দফতরে রদবদল, উত্তরকন্যায় বদলি স্বাস্থ্য অধিকর্তাকে Health: স্বাস্থ্য দফতরে রদবদল, উত্তরকন্যায় বদলি স্বাস্থ্য অধিকর্তাকে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/04/28/373916-aboka.jpg)
নিজস্ব প্রতিবেদন: আচমকাই রদবদল স্বাস্থ্য দফতরে (Health Department)। উত্তরকন্যায় বদলি হয়ে গেলেন খোদ স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী (Director of Health Services Ajay Chakraborty)। শিলিগুড়ির অফিসার অন স্পেশাল ডিউটি (OSD) পদে নিয়োগ করা হল তাঁকে। নয়া স্বাস্থ্য অধিকর্তা হলেন সিদ্ধার্থ নিয়োগী।
গত কয়েক বছর ধরেই রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার পদে ছিলেন অজয় চক্রবর্তী। কোভিডের সময়েও দায়িত্ব সামলেছেন তিনি। সম্প্রতি সরকারি হাসপাতালে রেফার কমাতে উদ্যোগী হয়েছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা। কড়া পদক্ষেপ করেছিলেন। তাহলে হঠাৎ করে বদলি? জোর জল্পনা চলছে স্বাস্থ্য ভবনে।
এদিকে হাসপাতাল পরিচালনা (অ্যাডমিনিস্ট্রেশন) এবং পরিকল্পনার বিভাগের ডিরেক্টর পদে রয়েছেন সিদ্ধার্থ নিয়োগী। এবার সঙ্গে যোগ হল স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বও। স্বাস্থ্য স্বাস্থ্য নিয়োগ বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়।
আরও পড়ুন: Mamata Banerjee: ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে রাজ্য; যা পারলাম, করলাম: মুখ্যমন্ত্রী