Duare Sarkar: জেলায় জেলায় ভিড় এড়াতে একগুচ্ছ পদক্ষেপ প্রশাসনের

প্রত্যেকটি কাউন্টারেই মিলবে 'লক্ষ্মীর ভাণ্ডার'-র ফর্ম।

Updated By: Aug 17, 2021, 09:37 PM IST
Duare Sarkar: জেলায় জেলায় ভিড় এড়াতে একগুচ্ছ পদক্ষেপ প্রশাসনের

নিজস্ব প্রতিবেদন: প্রথম দিনেই বিপুল সাড়া। জেলায় জেলায় 'দুয়ারে সরকার' প্রকল্পে ক্যাম্পে ভিড় এড়াতে একগুচ্ছ পদক্ষেপ করল প্রশাসন। আগামিকাল অর্থাৎ বুধবার নবান্ন সভাঘরে মন্ত্রী, সচিব ও জেলাশাসকের সঙ্গে প্রশাসনিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। 

বিধানসভা ভোট মিটে গিয়েছে। রাজ্যে ফের শুরু হল 'দুয়ারে সরকার'। নবান্ন সূত্রে খবর, সোমবার, প্রথম দিনেই 'দুয়ারে সরকার'-র ক্যাম্পে গিয়েছেন  ১৫ লাখ মানুষ। শুধুমাত্র 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের জন্য আবেদন করেছে ১০ লক্ষ মানুষ। স্রেফ বিপুল জনসমাগমই নয়, অনেক ক্ষেত্রে আবার কোভিড বিধিও মানা যায়নি সেভাবে। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়? প্রত্যেকটি জেলার প্রশাসনকে পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছিলেন মুখ্যসচিব। প্রয়োজনে টোকেন সিস্টেম চালুর পরামর্শ দেওয়া হয়। 

আরও পড়ুন: MLA পদ খারিজের শুনানিতে গরহাজির Mukul; আগামী সপ্তাহে হাইকোর্টে যাচ্ছি: Suvendu

জানা গিয়েছে, দুয়ার সরকারের এক-একটি ক্যাম্পের হাজারে বেশি আবেদন নেওয়া যাবে না। সেক্ষেত্রে ক্যাম্পের সংখ্যা আরও বাড়াতে হবে। এমনকী, খোদ মুখ্যমন্ত্রী যখন আলাদা ক্য়াম্প করার নির্দেশ দিয়েছেন, তখন ভিড় সামাল দিতে অন্যন্য প্রকল্পের ক্যাম্প থেকেও 'লক্ষ্মীর ভাণ্ডার'-র ফর্ম দেওয়ার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। কিছুটা দূরে থাকছে রেজিস্ট্রেশন ক্য়াম্প। দুয়ারে সরকারের ক্যাম্প যখন শুরু হবে, তার দু'ঘণ্টা আগে নাম নথিভুক্ত করতে হবে আবেদনকারীদের। রেজিস্টেশনের পর দেওয়া হবে টোকেন। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.